Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
তিনদিনে দুই হাজারের বেশি রোগী দেখে গেলেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা
ওয়েটুবরাক, ১৭ জুলাই : সিপিএমের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় আজ রবিবার কলকাতার পিপলস রিলিফ কমিটি সকালে পশ্চিম শিলচরের এলগিন অঞ্চলে ও বিকালে কালাইনের পাদ্রীটিলায় স্বাস্থ্য শিবির পরিচালনা করে৷ সহস্রাধিক রোগীর চিকিৎসা করেন তাঁরা। সঙ্গে দেন ওষুধপত্র৷
তিন দিনের কার্যসূচির রবিবার ছিল শেষ দিন। তিন দিনে প্রায় দুই সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করেন। এদিনের চিকিৎসা শিবিরগুলিতে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল দে, সুপ্রিয় ভট্টাচার্য , মহিলা সমিতির রত্না দেব, জয়া ভট্টাচার্য, অঙ্গনওয়াড়ি কর্মী দীপ্তি সিনহা, সুনিতা সিনহা এবং বিদ্যুত দেব, কৃষ্ণকান্ত সিনহা প্রমুখ নেতৃবৃন্দ সহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
রাতে মালুগ্রাম শহীদ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে ডা: ফোয়াদ হালিম, ডা: অনির্বাণ মন্ডল, ডা: অর্ণব মান্না, রাজেন্দ্র প্রসাদ ও আব্দুল কাহার লস্করের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।