NE UpdatesHappeningsBreaking News
তরুণ গগৈ মেকানিক্যাল ভেন্টিলেশনে, রবিবারটা ঝুঁকিবহুল
২২ নভেম্বরঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। অঙ্গপ্রত্যঙ্গ একেবারেই সাড়া দিচ্ছে না। কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। এই অবস্থায় রবিবার দিনটা বেশ ঝুঁকিবহুল বলেই মনে করছেন চিকিতসকরা। শনিবার বিকেলে তাঁর অক্সিজেনের মাত্রা একেবারে নেমে যায়। খবর পেয়েই একে একে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা, মুখ্যসচিব জিষ্ণু বরুয়া, কংগ্রেস সাংসদ প্রদ্যোত বরদলৈ প্রমুখ। ছেলে গৌরব গগৈও দ্রুত ছুটে যান আইসিইউ-তে।
প্রসঙ্গত, গত 26 আগস্ট কোভিডে আক্রান্ত হয়েছিলেন অশীতিপর নেতা, তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সে থেকেই তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। মাঝে কোভিডমুক্ত হয়ে অন্যান্য উপসর্গ থেকেও অনেকটা সুস্থ হয়ে উঠলে মহানবমীর দিনে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2 নভেম্বর তাঁর শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। বাড়ি থেকে নিয়ে ফের যাওয়া হয় মেডিক্যালে।
গুয়াহাটি মেডিক্যাল কলেজের সুপার ডা. অভিজিত শর্মা জানান, ডাক্তার দল সর্বক্ষণ তাঁর পর্যবেক্ষণ করছেন। এইমসের ডাক্তারদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, মূল সমস্যা হচ্ছে, তরুণ গগৈর ফুসফুসে আগে থেকেই কিছুটা সমস্যা ছিল। কোভিডে আক্রান্ত হওয়ায় ফুসফুসের আরও ক্ষতি হয়েছে। তবু তাঁরা সব ধরনের চেষ্টা করে চলেছেন বলে সুপার ডা. শর্মা জানিয়েছেন।