CultureBreaking News

বাংলাদেশে লোকনন্দন উৎসবে যাচ্ছে শিলচর ইয়ুথ কয়্যার
Silchar Youth Choir to participate in Loknandan Fest in Bangladesh

৫ ফেব্রুয়ারি : বাংলাদেশের হবিগঞ্জে অনুষ্ঠেয় লোকনন্দন উৎসবে যোগ দিতে যাচ্ছে শিলচর ইয়ুথ কয়্যার। আগামী ১৬ ফেব্রুয়ারি এই উৎসবে অংশগ্রহণ করবেন শিল্পীরা। এই শিল্পী দলটি বাংলাদেশের উদ্দেশে ১৫ ফেব্রুয়ারি রওনা হচ্ছে।

১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাউল শিল্পী নিত্যানন্দ খ্যাপা বাউল, শিলচরের বিশিষ্ট শিল্পী পঙ্কজ নাথ, সমর দেব, অনামিকা দেব, গুয়াহাটীর মনোজ বরা, শংকর বিশ্বাস, বাপি রায়। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করবেন কলকাতার বাংলা ঢোলের জাদুকর ক্ষুদিরাম দাস, শিলচরের বিশিষ্ট তবলাবাদক সন্তোষ চন্দ, কি-বোর্ডে দিবাকর দাস, দোতারায় তীর্থলাল দাস, পারকাসনে বিবেক আচার্য এবং সত্যজ্যোতি দেব। দলের সঙ্গী হিসেবে থাকছেন কমল চক্রবর্তী।

শিল্পীরা লোকসঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, শচিন দেববর্মণের গান, ভুপেন সঙ্গীত, আধুনিক ও ভক্তিমুলক সহ বিভিন্ন ধরনের গানের ডালি নিয়ে হাজির হচ্ছেন। ২০ ফেব্রুয়ারি বসন্ত উৎসবে এই আমন্ত্রিত শিল্পীরা ছাড়াও স্থানীয় কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের গৌতম চক্রবর্তী, বাংলাদেশ আইডল ও চ্যানেল আই-এর সেরা কণ্ঠশিল্পী মুন্না বণিক, প্রিতম শুক্ল দাস। একক সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার শিল্পী নির্ঝর চক্রবর্তী, মৌ সাহা। পদাবলি কীর্তন করবেন কলকাতার শ্যামলী বিশ্বাস, লীলা কীর্তন উপহার দেবেন নদীয়ার অনুরাধা মল্লিক। সঞ্চালনায় থাকছেন বাংলাদেশের শ্যামল আচার্য।

সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্রাচার্য জানান, ভারতীয় উপমহাদেশের বৈষ্ণব ধর্ম, সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্যবাহী মহান ক্ষেত্র সিলেট জেলার গোলাপগঞ্জ উপ-জেলাধীন মহাপ্রভুর আদি বাসস্থান পুন্যতীর্থ শ্রীধাম ঢাকাদক্ষিণ ঠাকুরবাড়ি। পাঁচশ’ বছর আগে গুপ্ত বৃন্দাবন শ্রীধাম ঢাকাদক্ষিণেই মহাপ্রভু মাতৃগর্ভে আবির্ভুত হন। এবারও এখানে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী বার্ষিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এতে নাম যজ্ঞানুষ্ঠান ছাড়াও মহাপ্রভুর বিশেষ পুজা অর্চনা ও বিনোদনমুলক বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হবে।

সন্তোষ চন্দ জানান, হবিগঞ্জ অনুষ্ঠান করে শিলচরের এই শিল্পীদল বাংলাদেশ গাজীপুর, কক্সবাজার হয়ে রাজধানী ঢাকায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অংশগ্রহণ করার পর সিলেটে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ২৩ ফেব্রুয়ারি ফিরে আসবেন। আয়োজক গোষ্ঠীর সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্রাচার্য শিলচর ইয়ুথ কয়্যার-এর সম্পাদক সন্তোষ চন্দকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker