Barak UpdatesHappeningsBreaking News
তরুণী এসিএস অফিসারের মৃত্যু, লক্ষীপুরে শোক
১৬ ডিসেম্বরঃ লক্ষীপুর মহকুমার প্রত্যন্ত গ্রামের তরুণী এসিএস হয়েছিলেন। কার্বি আংলং জেলার বোকাজানে নিযুক্ত ছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে। কয়েক বছরেই সৎ ও পরিশ্রমী অফিসার হিসাবে সুনাম অর্জন করেছিলেন। কিন্তু আহংবাম বেমথৈ চানু-কে মাত্র ৩৬ বছর বয়সে পৃথিবী ত্যাগ করে চলে যেতে হল। তাঁর মৃত্যু সংবাদে লক্ষীপুর মহকুমায় শোকের ছায়া নেমে আসে। শোকগ্রস্ত তাঁর বন্ধু-বান্ধব, পরিচিতজনেরা।
বেমথৈর কিডনি ও লিভারের সমস্যা ছিল। কিন্তু মৃত্যুর আগে দুইদিন শরীরে প্রচণ্ড অস্বস্তি বোধ করেন। প্রথমে নাগাল্যান্ডের এক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চেন্নাই নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সে সুযোগ না দিয়েই মঙ্গলবার তিনি চিরবিদায় নেন।
২০১৫ এপিএসসি পরীক্ষায় তিনি ৫৯-তম স্থানে ছিলেন। তিনি ফুলেরতল আশাপল্লী ইংলিশ স্কুল থেকে মাধ্যমিক এবং পয়লাপুল নেহরু হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ইংলিশ অনার্স নিয়ে নেহরু কলেজ থেকে বিএ করেন, এমএ পড়েছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ে।
অসমের মণিপুরিদের মধ্যে তো বটেই, কাছাড় জেলার তরুণদের মধ্যেও এসিএস অফিসার একেবারে হাতেগোণা। বেমথৈ সে জন্য এলাকার মানুষের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যু বৃহত্তর অঞ্চলের জন্যই এক ক্ষতি বলে মন্তব্য করছেন বিশিষ্টজনেরা।