Barak UpdatesAnalyticsBreaking News
মুসলিম বিয়ে সংক্রান্ত বিল পেশ হবে বিধানসভায়, সিদ্ধান্ত ক্যাবিনেটে
গুয়াহাটি, ২১ আগস্ট : দ্য আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল ২০২৪ বিধানসভার শরতকালীন অধিবেশনে উত্থাপন করা হবে। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে এ ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে। এই বিল অনুযায়ী এখন থেকে কাজিরা মুসলমান বিবাহের পঞ্জীকরণ করতে পারবেন না।
মুসলমান বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ১৯৩৫ সালের আইন অনুযায়ী কাজিরা ১৮ বছরের কম বয়সীদের বিবাহ পঞ্জিয়ন করার অধিকার লাভ করেছিলেন।কিন্তু এখন থেকে সেই ব্যবস্থার অবসান ঘটলো। কাজির পরিবর্তে ডেপুটি রেজিস্টার বিবাহ পঞ্জীবন করবেন এবং ১৮ বছরের কম বয়সীদের বিবাহ পঞ্জীয়ন করা যাবে না। অবশ্য মুসলিম বিয়ের ধর্মীয় প্রক্রিয়া আগের মতই রয়েছে।