NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ডিমা হাসাওয়ে নিহত ৫ চালক শনাক্ত, ৪ জনই লংকার বাসিন্দা

ওয়েটুবরাক, ২৭ অগস্ট : ডিমা হাসাও জেলায় পুড়ে যাওয়া ট্রাকগুলিতে যে ৫ জন মারা গিয়েছেন, তাঁদের শনাক্ত করা হয়েছে৷ তাঁরা হলেন গৌড় মজুমদার, দিলোয়ার হোসেন, সিকন্দর আলি, আসগর আলি এবং ধর্মেন্দ্রকুমার পাস৷ ধর্মেন্দ্রর বাড়ি  উত্তরপ্রদেশে| অন্যরা হোজাই জেলার লংকার বাসিন্দা৷ তাঁরা ডিমা হাসাও জেলার উমরাংশু থেকে সিমেন্ট তৈরির সামগ্রী নিয়ে লংকায় যাচ্ছিলেন৷ চারটিতে ছিল ক্লিংকার, একটিতে কয়লা৷ অন্য একটি গাড়িকে সেখানে দাঁড় করানো হলেও সেটি ডালমিয়া সিমেন্ট কোম্পানির নয়, এক ক্যুরিয়ার সার্ভিসের গাড়ি নিশ্চিত হয়ে তাতে আগুন লাগায়নি৷

Pic Credit:NDTV

নিহতদের সবাই অবশ্য চালক নন৷ খালাশিও রয়েছেন৷ ফারুক আহমেদ নামে এক চালক গুলিবিদ্ধ হয়ে নগাঁও হাসপাতালে চিকিৎসাধীন৷ অন্য চালক-খালাশিরা পালিয়ে জঙ্গলে ঢুকে প্রাণ বাঁচিয়েছেন৷ আসাম পুলিশের স্পেশাল ডিজি জিপি সিং জানিয়েছেন, এই ঘটনার জন্য ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-ই দায়ী৷ ডালমিয়া সিমেন্ট কোম্পানি থেকে চাঁদা আদায়ে চাপ সৃষ্টির জন্যই এই হামলা সংগঠিত করা হয়েছে৷ এই সময়ে ডিএনএলএ-তে ২০ জনের বেশি নেই বলে দাবি করে জিপি সিং বলেন, এনএসসিএন (আইএম) তাদের নানাদিক থেকে সাহায্য করছে৷ তাদের হেব্রন ক্যাম্পের আশেপাশে থাকার ব্যবস্থাও করে দিচ্ছে৷

নগাঁও হাসপাতালের বেড়ে শুয়ে বৃহস্পতিবারের বিবরণ দিয়ে ফারুক আহমেদ জানান, তাঁকেও গাড়ি থামাতে বলাতেই তিনি দাঁড়িয়ে পড়েন৷ তখনই জঙ্গিরা গাড়িতে দুই রাউন্ড গুলি চালায়৷ একজন বন্দুকের নল ভেতরে ঢুকিয়ে তাঁর পায়ে গুলি করে৷
তিনি তখন উল্টোদিকের দরজা খুলে নীচে লাফাতে গিয়ে নালায় পড়ে যান৷ সেখানেই দীর্ঘসময় পড়ে থাকেন৷ ফারুকের অনুমান, ওই ৫জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বা এমন জখম হয়েছিলেন যে, নামতে পারেননি৷ প্রথম গাড়ির চালক গৌর মজুমদারের পেটে গুলি লাগে৷ তিনি গাড়ি থেকে নেমে পালাতে চেয়েছিলেন৷ বেশিদূর যেতে পারেননি৷ রাস্তায় পড়ে যান৷ জঙ্গিরা তাঁকে ওখানেই মেরে ফেলে৷

রেঞ্জারবিল গ্রামের অধিকাংশ মানুষ লাগাতার গুলির শব্দে রাতেই বাড়িঘর ছেড়ে পালিয়েছেন৷ জেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker