NE UpdatesAnalyticsBreaking News
ডিজিপির অনুমতি ছাড়া প্রকাশ্যে মতামত জানাতে পারবেন না জেলার পুলিশ কর্তারা
গুয়াহাটি, ২০ মে ঃ এখন থেকে ডিজিপি-র অনুমতি ছাড়া জেলা পর্যায়ের কোনও পুলিশ আধিকারিক মুখ খুলতে পারবেন না। অর্থাৎ সংবাদ মাধ্যম বা প্রকাশ্য স্থানে ভাষণ দেওয়ার আগে অধিক সাবধানতা অবলম্বন করার পাশাপাশি রাজ্যের পুলিশ প্রধানের অনুমতি নিতে হবে পুলিশ আধিকারিকদের। রাজ্য পুলিশের মুখ্য কার্যালয় থেকে জারি করা এক নির্দেশে এ কথা বলা হয়েছে।
রাজ্য পুলিশের সদর দফতর থেকে এক নির্দেশনা জারি করে বলা হয়েছে, পুলিশ আধিকারিকরা মুখ্য কার্যালয় থেকে কোনও অনুমতি না নিয়েই সংবাদ মাধ্যমের সামনে নিজেদের মন্তব্য প্রকাশ করেন। অনেককিছু জ্ঞাতসারে বা অজ্ঞাতভাবে নীতিনিয়ম সম্পর্কিত বিষয়গুলোর ওপর নিজেদের মতামত ব্যক্ত করেন। এই বিষয়গুলোর ওপর লক্ষ্য রেখেই ভবিষ্যতে প্রকাশ্যস্থানে বা সংবাদ মাধ্যমের কাছে মতামত তুলে ধরার আগে সাবধান হওয়ার পাশাপাশি পুলিশ প্রধানের অনুমতি ছাড়া নীতি সম্পর্কিত বিষয়ে মন্তব্য না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।