Barak UpdatesIndia & World Updates
ডিআরডিও-র ২ডিজি টিমে করিমগঞ্জের জুবিলি
২২ মে ঃ ভাবতেই অবাক লাগে যে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডি আরডিও-র ২ডিজি ওষুধ তৈরিতে জড়িয়ে গেল করিমগঞ্জের মেয়ের নাম। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা করিমগঞ্জের মহিশাসনের জুবিলি পুরকায়স্থ এখন ডিআরডিও-র শাখা সংগঠন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস-এর বিজ্ঞানী। ২-ডিজি ওষুধ তৈরিতে ডিআরডিও-র যে দলটি ছিল সেই দলেই ছিলেন জুবিলি।
করিমগঞ্জের একটি সূত্রে জানা গেছে, জুবিলি করিমগঞ্জের লঙ্গাই রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। করিমগঞ্জ কলেজ থেকেই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে বিএসসি ডিগ্রি পাশ করেন। বায়ো সায়েন্সে অনার্স জুবিলি এরপর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রয়াত সুদর্শন পুরকায়স্থের মেয়ে জুবিলি প্রথমে তেজপুরে চাকরি করেন। কিন্তু সেখান থেকে আরও বড় সুযোগ পেয়ে চলে যান বাইরে। জানা গেছে, জুবিলি বর্তমানে মাকে নিয়ে দিল্লিতে রয়েছেন।