Barak UpdatesHappeningsBreaking News
ডলু বাগান লকআউটে চক্রান্তের সন্দেহ করছে মজুরি শ্রমিক ইউনিয়ন
ওয়েটুবরাক, ২৮ জুন : ডলু চা বাগানে নোটিশ জারি করে আজ থেকে লক-আউট ঘোষনা করার প্রতিবাদে সরব হয়েছে আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন৷ তাঁদের অভিযোগ, প্রায় ২৫০০ শ্রমিক ও তাদের পরিবারের মানুষদের জীবনকে এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে এই নোটিশ। অসম মজুরি শ্রমিক ইউনিয়ন একে শ্রমিক স্বার্থ বিরোধী, চক্রান্তমূলক বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানায়।
তাঁদের কথায়, ডলু চা বাগানে যেখানে কোনও ধরনের আইনশৃঙ্খলার অবনতির কোনও উল্লেখ কোথাও নেই, সেখানে দুটি মিথ্যা অজুহাত দেখিয়ে লকআউট নোটিশ জারি করল বাগান কর্তৃপক্ষ৷ অথচ এর কোনটার সঙ্গে বৃহত্তর বাগান শ্রমিকদের কোনও যোগাযোগ নেই। দুটি বিক্ষিপ্ত ঘটনাকে জোড়াতালি দিয়ে অজুহাত খাড়া করা হয়েছে৷
সভাপতি মৃণালকান্তি সোম বলেন, নিয়ম না মেনে সবুজ ধ্বংস করা ও ডলু চা বাগানের ২৫০০ বিঘা জমিতে থাকা চা গাছ উপড়ে ফেলার বিষয়টি যখন উচ্চ আদালতে বিচারাধীন হয়ে গেছে, তখন ম্যানেজমেন্টের এ পদক্ষেপ সন্দেহজনক৷ মউয়ে স্বাক্ষরকারী শ্রমিক সংগঠনগুলোর ভূমিকায়ও চক্রান্তের সন্দেহ আরও ঘনীভূত হয়। তিনটি ইউনিয়নকে আগেই চারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা কোনও উত্তর দেয়নি বলে লকআউট নোটিশে উল্লেখ করা হয়েছে৷
আগামী তিন দিনের মধ্যে লক-আউটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে মৃণালবাবু বলেন, নইলে চা-শ্রমিকদের আন্দোলন আরও তীব্র হবে এবং পরবর্তীতে ডলু থেকে শিলচর পর্যন্ত মিছিলেরও সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।