Barak UpdatesHappeningsBreaking News
Child kidnapped in Hailakandi, step brother nabbedহাইলাকান্দিতে শিশু অপহরণ, সৎভাই ধৃত
১৯ জানুয়ারি: পাঁচ লক্ষ টাকা দাবি করে হাইলাকান্দির এক স্কুলছাত্রকে ঘর থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা৷ এই ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যারাতে হাইলাকান্দির ভিছিংছা দ্বিতীয় খন্ড গ্রামে ঘটে এই ঘটনা৷ অপহৃত আব্দুল আজিজ চৌধুরী এখনো নিখোঁজ।
হাইলাকান্দির বাডিংরোজ ইংলিশ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আজিজ৷ তাকে উদ্ধার করতে হাইলাকান্দি পুলিশ অভিযানে নেমেছে৷ প্রাথমিক তদন্তে তারা একে পারিবারিক কলহের জের বলেই অনুমান করছেন৷ গ্রেফতার করা হয়েছে আজিজের সৎভাই আব্দুল কায়ুম চৌধুরীকে৷
আজিজের পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী রবিবার হাইলাকান্দি সদর থানায় এজাহার দাখিল করেছেন। এর আগেই অবশ্য পুলিশ উপত্যকার সবকটি থানা ও ফাঁড়িতে জরুরি বার্তা পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
এজাহারে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী জিবু বড়লস্কর ছেলে আজিজকে নিয়ে ঘরে ছিলেন। তার প্রথম স্ত্রীও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন। আচমকা পাঁচ-ছয় জনের এক দুষ্কৃতীদল হাতে অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের বাড়িতে হানা দেয়। ঘরে লুটপাট চালায়৷ তাঁর স্ত্রীর কানের রিং, ৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে শিশু আজিজকে হাত ও মুখ বেঁধে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেয় এরা।নগদ পাঁচ লক্ষ টাকা পেলে আজিজকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়ে যায়৷
হাইলাকান্দির পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ শনিবার রাতেই আব্দুল কুদ্দুসের বাড়ি যান৷ গোটা ঘটনার পেছনে পারিবারিক কলহ কাজ করেছে বলে সন্দেহ করছেন তিনি৷ পুলিশ সুপার আশাবাদী, ১০ বছরের আজিজকে দ্রুত উদ্ধার করা যাবে৷