India & World UpdatesHappeningsBreaking News
টিকিট বাতিল করলে কোনও চার্জ কাটবে না রেল, সময়সীমা ২১ জুন
২২ মার্চ : করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল হয়েছে সব ট্রেন। এমনকী চলবে না লোকাল ট্রেনও। এ অবস্থায় যাত্রীদের টিকিট বাতিল হলেও তার জন্য কোনও চার্জ নেবে না ভারতীয় রেল। রবিবার এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে রেলের পক্ষে। এর জন্য প্রযোজনীয় যাবতীয় পদক্ষেপ করতে নির্দেশও দিয়েছে রেলমন্ত্রক। তবে টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য এখনই ছুটতে হবে না। ২১ জুন পর্যন্ত এই রিফান্ড নেওয়া যাবে। আর যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন তাদের টাকা অনলাইনেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা বন্ধ করে দিয়েছে রেল মন্ত্রক। প্যাসেঞ্জার ট্রেন বলতে এখানে সমস্ত রকম মেল ও এক্সপ্রেস ট্রেন, প্রিমিয়াম ট্রেন, লোকাল ট্রেন, কলকাতা মেট্রো ও কঙ্কন রেল বোঝাচ্ছে। তবে রেল মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কলকাতার সাবার্বান ট্রেন ও মেট্রো রেল রবিবার রাত ১২টা পর্যন্ত চলবে। তার পর থেকে এই পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বাতিল হয়ে যাবে।