Barak UpdatesHappeningsBreaking News

মঞ্জু বরদিয়া প্রয়াত

ওয়েটুবরাক, ৮ এপ্রিল: প্রতিষ্ঠিত ব্যবসায়ী জয় বরদিয়ার পত্নী মঞ্জু বরদিয়ার জীবনাবসান ঘটেছে৷ বুধবার সকালে তাঁর মৃত্যুর খবরে শহরের বিশিষ্টজনেরা তাঁদের সদরঘাট স্থিত বাসভবনে ছুটে যান৷ মৃত্যুকালে মঞ্জুদেবীর বয়স হয়েছিল ৫৪ বছর৷ রেখে গিয়েছেন স্বামী জয় বরদিয়া এবং চার কন্যাকে৷

Rananuj

মঞ্জুদেবী শিলচর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন৷ অত্যন্ত সমাজমনস্ক, ধর্মপ্রাণ, অমায়িক হিসেবেই সকলের কাছে পরিচিত ছিলেন৷

চক্কেশ্বরীর স্বত্বাধিকারী জয় বরদিয়ার পত্নীবিয়োগের সংবাদে বিভিন্ন সংগঠনের সদস্য-কর্মকর্তারা শোক প্রকাশ করেন৷ বাড়িতে ছুটে যান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, অনিল পাল, সীমান্ত ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের কর্মকর্তা আশু পাল প্রমুখ৷ পুস্পস্তবকে শ্রদ্ধা জানায় রূপম, ইউনাইটেড ক্লাব, টেন্ট হাউস ওনারস অ্যাসোসিয়েশন, বিবাহ ভবন সংস্থা, বিজয়ী সংঘ, জৈন সমিতি, শিলচর গোশালা, মাড়োয়ারি যুব মঞ্চ, ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি ও জানিগঞ্জ কালীপূজা কমিটির প্রতিনিধিরা৷ শহরের বিভিন্ন সংস্থা-সমিতির পক্ষ থেকে মঞ্জুদেবীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker