Barak UpdatesHappeningsBreaking News
জাতীয় পথ নাটক দিবসে নয়া গ্রুপের অনুষ্ঠান শিবালিক পার্কে
ওয়ে টু বরাক, ১২ এপ্রিল : শুক্রবার ১২ এপ্রিল জাতীয় পথ নাটক দিবস উপলক্ষে ‘নয়াগ্রুপ’ মেহেরপুরের ব্যবস্থাপনায় শিবালিক পার্ক আয়ুষ্মান ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শান্তনু পাল।
অনুষ্ঠানের শুরুতেই ‘নয়া গ্রুপ’-এর সম্পাদক রাহুল দাশগুপ্ত সফদার হাসমির জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘হল্লা বোল’ নাটক পরিবেশন করতে গিয়ে ১৯৮৯ সালের ১ জানুয়ারি শাহিবাবাদের ঝান্ডাপুরে শাসকদলের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হন এবং ২ জানুয়ারি প্রাণ হারান। আসলে শাসক গুষ্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করার জন্য তাকে হত্যা করা হয়েছিল।
বিশিষ্ট নাট্য পরিচালক অভিনেতা শান্তনু পাল আরও উল্লেখ করেন, আজ নাট্য শিল্পের জগতে পথনাটক এক বিরাট শিল্প, যাকে বাঁচিয়ে রাখা সকলের কর্তব্য। তিনি সফদার হাসমির জীবনের বিভিন্ন আঙ্গিনার কথা তুলে ধরে পথনাটকের মাধ্যমে মানুষের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে অভিনব পন্থা নিয়েছিলেন, সে ব্যাপারে উল্লেখ করেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুদীপ্ত দেবরায় তাঁর বক্তব্যে বলেন, সফদার হাসমির মৃত্যুর পরও হাল্লা বোল নাটক বন্ধ হয়ে যায়নি, বরং তার মৃত্যুর দু দিনের মাথায় তার স্ত্রী অভিনয় করে সে নাটক মঞ্চস্থ করার জন্য যে প্রয়াস নিয়েছিলেন তাকে তিনি কুর্নিশ জানান। আলোচনায় অংশ নেন ভাবীকালের সদস্য ও অভিনেতা পল্লব ভট্টাচার্য।
তাছাড়া নয়া গ্রুপের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় গান, নাচ ও কবিতা পাঠ। এতে অংশগ্রহণ করেন ড: জয়শ্রী দে, পাপিয়া শিকদার, শিবাঙ্গি চক্রবর্তী, বেবি রায় চৌধুরী, রিতু দাশগুপ্ত, পূজা রায় চৌধুরী ও সুকন্যা দাশগুপ্ত। সবশেষে বিশিষ্ট নাট্য অভিনেতা মিঠুন রায়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।