Barak UpdatesHappeningsSportsBreaking News
জাতীয় ক্রীড়া দিবসে শিলচরে পথে হাঁটলেন সংবাদকর্মীরা
২৯ আগস্ট : কথার কথা নয়, আক্ষরিক অর্থেই স্পোর্টসম্যান স্পিরিট দেখালেন শিলচরের সাংবাদিক ও সংবাদকর্মীরা। রবিবার সকালে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে প্রায় ১৫ মিনিটের মধ্যে ২ কিলোমিটার হেঁটে তাঁরা বুঝিয়ে দিলেন দিনরাত কাজ করে গেলেও পুরোপুরি ফিট রয়েছেন। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও৷
এ দিন সকালে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে মিডিয়া ওয়াকাথনের আয়োজন করে। শিলচর ডিএসএ-র সামনে থেকে এই ওয়াকাথনের ফ্ল্যাগ অফ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন ডিএসএর দুই সহসচিব অজয় চক্রবর্তী ও অরিজিৎ গুপ্ত এবং ক্রীড়া সংগঠক চন্দন শর্মা৷ এরপর পার্ক রোড, পিডব্লুডি রোড ও সার্কিট হাউস রোড হয়ে হাঁটা শেষ হয় ডিএসএ প্রাঙ্গণে। এখানেই ছোট্ট এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে পুরুষ বিভাগে প্রথম হন রানু দত্ত, দ্বিতীয় সৌমিত্র চৌধুরী ও তৃতীয় হয়েছেন চিন্ময় নাথ। মহিলাদের বিভাগে প্রথম ওয়েটুবরাক-এর শিপ্রা সাহা। ফার্স্ট রানার্স আপ আয়ুস্মিতা দাস ও সেকেন্ড রানার্স আপ মীনাক্ষী দাস। তাদের হাতে ট্রফি তুলে দেন বিধায়ক সহ অতিথি ও বাকসের কর্মকর্তারা। তাছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে উপহার তুলে দিয়ে উৎসাহ দিয়েছে বাকস।
কালীশংকর দাস মেমোরিয়াল এই হাঁটা প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হকির জাদুকরকে শ্রদ্ধা জানিয়ে বাকসের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি খেলাধুলোর মানোন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন। সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বাকস সভাপতি রীতেন ভট্টাচার্য, পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচার্য, উদয় শংকর দাস প্রমুখ। শুরুতে এই আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন বাকসের সচিব বিশ্বনাথ হাজাম। এ দিন অনুষ্ঠান শুরুর সময় ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।