India & World UpdatesHappeningsBreaking News
জাতপাত-আঞ্চলিকতাবাদ শেষ করার আহ্বান মোদির
ওয়েটুবরাক, ২৫ অক্টোবর : মঙ্গলবার বিকেলে দশেরা উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দির আন্দোলনের দীর্ঘ ইতিহাসের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘আমাদের সৌভাগ্য যে আমরা বিশাল রামমন্দির নির্মাণের সাক্ষী হতে যাচ্ছি।’’ অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
দিল্লির শ্রী রামলীলা সোসাইটি আয়োজিত ওই দশেরা উৎসবে দেশ থেকে জাতপাত এবং আঞ্চলিকতাবাদ শেষ করারও আহ্বান জানান তিনি।
রামমন্দির নির্মাণ এবং জাতপাত-আঞ্চলিকতার সীমানা অতিক্রমের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীয় বক্তৃতায় এসেছে চন্দ্রযানের সাফল্য, মহিলা সংরক্ষণ বিল পাশ, এমনকি নতুন সংসদ ভবন নির্মাণের প্রসঙ্গও। পাশাপাশি, উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশবাসীকে ১০টি শপথ নেওয়ার আবেদন জানান তিনি। তার মধ্যে অন্যতম হল, অন্তত একটি দরিদ্র পরিবারকে তার আর্থ-সামাজিক মর্যাদা বাড়াতে সহায়তা করা। এ ছাড়া, জল সংরক্ষণ, ডিজিটাল লেনদেন, স্বচ্ছতা বজায় রাখা, দেশে তৈরি জিনিস কেনা, পর্যটনের ক্ষেত্রে দেশকে অগ্রাধিকার দেওয়া, প্রাকৃতিক চাষ, বাজরা খাওয়া এবং ফিটনেস বজায় রাখার জন্য যোগাভ্যাস রয়েছে সেই তালিকায়।