India & World UpdatesHappeningsBreaking News
জলে ভেসে আসা বাক্স ঘরে নড়াচড়া করতেই বিস্ফোরণ, হত ২ আহত ৪
কলকাতা, ৬ অক্টোবর ঃ মেঘভাঙা বৃষ্টিতে তিস্তা নদীতে প্রবল জলস্ফীতি দেখা দেওয়ায় খড়কুটোর মতো ভেসে আসছিল নানা সামগ্রী। এরই মধ্যে জলে ভেসে আসে বাক্সের মতো কী একটা জিনিস। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙায় কাঠ সংগ্রহকারী কয়েকজন কিশোর জলে ভেসে আসা ওই জিনিসটি হাতের নাগালে পেয়ে পরম আগ্রহে তুলে নিয়ে আসে। রাতে ঘরে এনে কৌতূহলবশত ওই বাক্সের মতো জিনিসটি নড়াচড়া করতেই সেটি প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর ফলে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলেই ২ কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
প্রাপ্ত খবরে জানা গেছে, হড়পা বানে উত্তর সিকিমের বেশ কয়েকটি সেনা ছাঊনি জলের নিচে তলিয়ে গেছে। সেনা বাহিনীর গাড়ি পর্যন্ত প্রবল জলের তোড়ে ভেসে যায়। এই অবস্থায় কোনও একটি সেনা ছাউনি থেকে মর্টার শেল জলে ভেসে আসে। সেটিই ওই ২ কিশোরের হাত লাগে। সম্ভবত মর্টার না বুঝেই বাক্সের মতো জিনিসটি তারা তুলে নিয়ে গিয়েছিল। পরে সেটি নড়াচড়া করতেই ফেটে যায়।
উল্লেখ্য, হড়পা বানে তিস্তার জল বিপদসীমার কয়েকগুণ উপর দিয়ে বইছে। এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজের সংখ্যা ১০০-এর কাছাকাছি। নিখোঁজের নিরিখে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।