NE UpdatesHappeningsBreaking News
ছেলেধরা সন্দেহে গণপ্রহার নেপালের মহিলাকে, উদ্ধারে গিয়ে প্রহৃত পুলিশ
ওয়েটুবরাক, ২৭ মার্চ: ছেলেধরা সন্দেহে লোয়ার হাফলঙে উত্তেজিত জনতার হাতে প্রহৃত হলেন নেপালের এক মহিলা৷ নেপাল থেকে নিজের মায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি৷ সোমবার দোল পূর্ণিমার সন্ধ্যারাতে কমলা দাহাল নামের ওই মহিলা হাফলঙেই মায়ের বাড়ি থেকে দিদির বাড়ি যাচ্ছিলেন৷ পথে এক শিশুকে পেয়ে একটি চকোলেট ও নগদ একশো টাকা দেন। সে সময় ঘটনাস্থলে উপস্থিত শিশুটির বাবা তার ছেলেকে ছেলেধরা ধরে নিয়ে যাচ্ছে বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে এলাকার লোকজন বেরিয়ে এসে কমলাকে ছেলেধরা সন্দেহে গণপ্রহার করে। অসংখ্য উত্তেজিত জনতার প্রহারে একসময় মহিলা অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতা পুলিশকেও আক্রমণ করে। তাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুরুতর জখম কমলাকে হাফলং সরকারি হাসপাতালে ভর্তি করায়। রাতেই পুলিশ লোয়ার হাফলঙে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে৷ ধৃতরা হলেন প্রিয়া নাইডিং, রামি হোজাই, নিপু জিডুং, শনিমা সিঙুইং, প্রজেন কেমপ্রাই, দৌড়মণি লাংথাসা এবং বাওরিনদাও লংমালাই৷
ডিমা হাসাও জেলার পুলিশসুপার ময়ঙ্ক কুমার জানান, সোমবার রাতের এই ঘটনায় নেপালের ৩৮ বছর বয়সি মহিলাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে তিন পুলিশকর্মী জখম হন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।