NE UpdatesHappeningsBreaking News
ছয় জনগোষ্ঠীর বনধে ব্রহ্মপুত্র উপত্যকায় মিশ্র সাড়া
ওয়েটুবরাক, ১৫ নভেম্বর: অসমে ছ’টি জনগোষ্ঠীর যৌথ মঞ্চ আহূত মঙ্গলবার ১২ ঘণ্টার বনধ মোটামুটি শান্তিতে কেটেছে। অধিকাংশ জায়গায় মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়। বনধ ডাকা নিয়ে অবশ্য জনগোষ্ঠীগুলির মধ্যেই মতানৈক্য দেখা দেয়। তার মধ্যেও উজানি আসামের বিভিন্ন স্থানে বন্ধের আংশিক প্রভাব পড়ে।
ধেমাজি জেলায় বন্ধের ভালই প্রভাব পড়ে। বন্ধ থাকে দোকানপাট। শিবসাগরের আমগুড়িতে ৬১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। চড়াইদেও, ডিব্রুগড়, গোলাঘাটের নুমালিগড়, সরুপথারে সর্বাত্মক বনধ হয়েছে। বিভিন্ন স্থান থেকে বনধ সমর্থক ও বিভিন্ন সংগঠনের নেতাদের আটক করেছে পুলিশ।