Barak UpdatesHappeningsCulture
চিত্রশিল্প নিয়ে ত্রৈমাসিক পত্রিকা ‘শিল্পবার্তা’র যাত্রা শুরু শিলচরে
১০ জুলাই : অর্কিড আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরে যাত্রা শুরু করল একটি নতুন ত্রৈমাসিক পত্রিকা ‘শিল্পবার্তা’। পত্রিকাটি আসলে সংগঠনের মুখপত্র। শুক্রবার শিলচর হাইলাকান্দি রোডে সৃজন আর্ট কোচিং সেন্টারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই শিল্পবার্তার উন্মোচন করেন শহরের বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর স্বপন সিনহা। অনুষ্ঠানে ছিলেন শিল্পবার্তার সম্পাদক তথা ফাউন্ডেশনের কর্ণধার আরেক স্বনামধন্য চিত্রশিল্পী অরুণ কুমার পাল। ছিলেন আর্ট স্কুলের অন্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
এ দিন শিল্পবার্তা প্রকাশের নেপথ্য কাহিনী সম্পর্কে বলতে গিয়ে অরুণ কুমার পাল বলেন, শিল্পকে বাঁচানোর তাগিদে তারা প্রচেষ্টা জারি রেখেছেন। তিনি বলেন, শিশু ও কিশোরদের অনুপ্রাণিত করার জন্যই মূলত এই কাজগুলো করা হচ্ছে। তাঁর কথায়, অর্কিড আর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বছরে বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় স্তরে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাগুলোতে সেরাদের বিভিন্ন আঁকা, ক্রাফট, ভাস্কর্য ইত্যাদি এই শিল্পবার্তায় তুলে ধরা হবে। এর মাধ্যমে সমাজ সংস্কারের এক চেষ্টাও থাকবে বলে তিনি উল্লেখ করেন। তাছাড়া দেশ-বিদেশের বিশিষ্ট চিত্রশিল্পীদের জীবন কাহিনীও এই মুখপত্রে তুলে ধরা হবে, যাতে নতুন প্রজন্মের শিল্পীরা এর মাধ্যমে নিজের আঁকার জগতকে আরও উন্নত করে তুলতে পারে। বর্তমান কোভিড পরিস্থিতিতে অনেকেই ভাল ভাল কাজ করছেন। ফলে এই পত্রিকার মাধ্যমে তাদের কাজগুলোকে সংরক্ষণ করাও উদ্দেশ্য।
অনুষ্ঠানের মুখ্য অতিথি ভাস্কর স্বপন সিনহা বলেন, বর্তমান কোভিড মহামারির সময় বরাক তথা সারা দেশের শিল্পীরাই মহাসংকটে রয়েছেন। কারণ এই শিল্পের জগতের সঙ্গে যাদের রুজি রোজগার জড়িত, তারা আঁকতে পারছেন না, স্কুল খুলতে পারছেন না। তিনি আরও বলেন, বর্তমান সময়ে এখানে একটি শিল্পনির্ভর কাগজের খুব বেশি প্রয়োজন ছিল। কারণ দৈনিক পত্রিকাগুলোতে এই শিল্পের জগতটাকে ততটা প্রাধান্য দেওয়া হয় না। আর অনেক ক্ষেত্রে তা একপেশে মনে হয়। সে দিক দিয়ে অরুণ কুমার পাল এই শিল্পবার্তা উন্মোচন করে এক ব্যতিক্রমী প্রয়াস নিয়েছেন। স্বপন আরও বলেছেন, শিল্পীদের মন উদার হতে হয়। যার মন সুন্দর হবে না, তাঁর কাজও ভাল হবে না। তিনি এ অঞ্চলে শিল্পের জগতে লবিবাজি থাকার কথাও উল্লেখ করেন। বলেন, একটা লবি শুধুমাত্র তাঁর পছন্দের শিল্পীদেরই প্রচারে ব্যস্ত থাকে। এমন হলে পুরো শিল্পের জগতটাকে বাঁচানো সম্ভব নয়। সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, এই বরাক উপত্যকার আনাচে কানাচে বহু প্রতিভাবান শিল্পী রয়েছে। তাদের কথা এই শিল্পবার্তায় তুলে ধরতে হবে। তখনই এর প্রকাশ সার্থক হবে।