১১ নভেম্বরঃ বরাক উপত্যকায় ক্রীড়া-সাংবাদিকদের একটিই সংগঠন–বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা সংক্ষেপে বাকস। এই অঞ্চলের ক্রীড়াবিকাশে এই সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে, জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-র সমস্ত ভালো-মন্দের সঙ্গে ক্রীড়া সাংবাদিকরা এবং তাঁদের সংস্থা বাকস নানাভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু আক্ষেপের কথা, অফিসের জন্য বাকস জেলা ক্রীড়া সংস্থায় একটি ঘর পাচ্ছে না। রবিবার সংগঠনের দ্বি-বার্ষিক অধিবেশনে এই কথা বারবার ঘুরেফিরে আসে। সম্পাদকীয় প্রতিবেদনে সম্পাদক তাজ উদ্দিন ্প্রথমে প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বলেন, ডিএসএ-র সাধারণ সমপাদক ছিলেন বাবুল হোড়। এখন সভাপতি। বাকসেও তাঁর আগের সাধারণ সম্পাদক অফিসঘরের দাবি নিয়ে কথা বলেছিলেন। তিনি নিজেও তাঁর কার্যকালে বহুবার এই দাবি জানিয়েছেন। এ বার তিনিও দায়িত্ব হস্তান্তর করছেন।কিন্তু অফিসঘরের দাবি পূরণে কারও কোনও উদ্যোগ নেই।
এ দিন বাকসের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সব পদেই বিনা ্প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন পর্ব সম্পন্ন হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অনির্বাণজ্যোতি গুপ্ত, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রলাল দাস। কোষাধ্যক্ষ ইকবাল বাহার লস্কর। মুখপাত্র সায়ন বিশ্বাস। হিতব্রত ভট্টাচার্য এ বারও কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকছেন। এ ছাড়া, তিন জেলার তিন উপসভাপতি হলেন দেবাশিস সোম (কাছাড়), অমিতরঞ্জন দাস (হাইলাকান্দি) ও অম্লান চক্রবর্তী (করিমগঞ্জ)। সহ সম্পাদকরা বিশ্বনাথ হাজাম (কাছাড়), অভিজিত পাল (করিমগঞ্জ) ও দীপঙ্কর দত্ত (হাইলাকান্দি)।
কার্যবাহী সদস্যরা হলেন তাজ উদ্দিন, সোনু ভট্টাচার্য, শুভব্রত দাস, অভিজিত দেব, বিকাশ দেব, রীতেন ভট্টাচার্য, শতানন্দ ভট্টাটার্য, কিংকর দাস। সোশ্যাল মিডিয়া তাজ উদ্দিন দেখভাল করবেন।
সংবিধান অনুসারে উপসভাপতিরা নিজের জেলা কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকরা হবেন জেলা সম্পাদক।
এ দিনের সভায় তৈমুর রাজা চৌধুরী, রীতেন ভট্টাচার্য, হিতব্রত ভট্টাচার্য, দেবাশিস সোম, সোনু ভট্টাচার্য প্রমুখ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
‘Barak Upottoka Krira Sangbadik Sangstha’ (BUKSS) is the sole organisation of the sports journalists of Barak Valley. BUCKSS has got a significant role in the all round development of sports activities of this region. It has also involved itself wholeheartedly with all the activities of District Sports Association (DSA). But the thing which annoyed BUCKKS is that they were not given a room for their office at DSA. On Sunday this matter was the main issue of discussion during their second Annual Conference. The issue was first raised by Taj Uddin while he was presenting the report of the Secretary. He said that Babul Hore is at present the President of DSA. HE was also the erstwhile General Secretary. He was appraised since long about this demand of BUCKKS. But nothing positive happened till now.