Barak UpdatesBreaking News

গুরু পূর্ণিমায় ধনেশ্বর সিংহকে শ্রদ্ধার্ঘ সংস্কার ভারতীর

১৮ জুলাই : সংস্কার ভারতী এ বার নৃত্যগুরু এস ধনেশ্বর সিংহকে গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে। সংস্কার ভারতীর শিলচর শাখার বিশ্বতোষ দেব, সন্তোষ চন্দ, নবনীতা দেব, বৈভব দেব, বদরপুর শাখার কৃষ্ণা দাস, লক্ষীপুর শাখার কার্তিক রায়, সোমা রায়, সাত্যকি দাস, স্বপন চন্দ, রাজন পাল, পৃথ্বীশ দাস সহ আরও কর্মকর্তা নৃত্যগুরুর বাড়িতে গিয়ে গুরুবরণ করেন। এ দিন নবনীতা দেব নৃত্যের মাধ্যমে গুরুকে বরণ করেন। গুরুপূর্ণিমা উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বতোষ দেব প্রমুখ।

প্রফেসর এস ধনেশ্বর সিংয়ের জন্ম ২০ ডিসেম্বর ১৯৩৩। বাল্যকাল থেকেই তিনি মণিপুরি নৃত্যের তালিম বিভিন্ন গুরুর কাছে নেন। তাদের মধ্যে ওঝা কে গন্ধর সিং, গুরু কামিনী সিং, ওঝা পি রাধামোহন সিং অন্যতম। মনিপুরি নৃত্য ছাড়াও গুরু টিকে মরু থাপ্পা পিল্লাই ও নৃত্যাচার্য আরএস আনন্দমের কাছে ভরতনাট্যমের তালিম নেন। বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকা ছাড়াও তিনি দেশের বিভিন্ন স্থানে নৃত্য প্রদর্শন করেছেন।১৯৫৩ সালে গুয়াহাটিতে থিয়েটার কনফারেন্সে গুরু কামিনী সিংহের তত্ত্বাবধানে নৃত্য প্রদর্শন করেন। ১৯৫৯ সালে তিনি বিশ্বখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত উদয়শঙ্করের ব্যালে টিমে যোগদান করেন এবং ওই দলের শিল্পী হিসেবে দেশ বিদেশে নৃত্য প্রদর্শন করেন।

১৯৬১সালে তিনি উত্তর প্রদেশের রোরকিতে অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ডান্স ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ওই সময় তিনি অনেক বিশিষ্ট শিল্পীর গুরু হিসেবে ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য মনিশংকর, নির্মল শংকর, মায়া চক্রবর্তী, মুকুন্দলাল প্রমুখ। ওই সময় তিনি তিনটি আমেরিকান মেয়েকে মণিপুরি নৃত্যের তালিম দেন। এরা হলেন মিস এল ওয়ার্ড ক্যান্ডি এবং মিস রমি উইলিস। ১৯৬৬ সালে তিনি কুন্দন বিদ্যামন্দির লুধিয়ানা পাঞ্জাবে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে এখান থেকেই অবসর নেন। তিনি নৃত্যাচার্য কলাগুরু বিষ্ণু রাভা অ্যাওয়ার্ড, নৃত্যভূষণ ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বড়বিল ফুলেরতলে পুঞ্চলম ও করতাল চলম এর শিক্ষা দিচ্ছেন। তিনি মণিপুরি নৃত্যের ওপর তিনটি বই লিখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker