Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা বাতিলের জন্য সরকারকে দোষারোপ করল এআইডিএসও
ওয়েটুবরাক, ১৯ জুন: মেট্ৰিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত না করে শুধু নির্বাচন এবং ক্ষমতার রাজনীতিকে অগ্ৰাধিকার দেওয়ার ফলে অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা দুটোর ক্ষেত্রে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে। রাজ্যের ভয়াবহ কোভিড পরিস্থিতির জন্য মেট্ৰিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল করার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে অল ইন্ডিয়া ডিএসও’র আসাম রাজ্য কমিটি এই মন্তব্য করেছে। তাদের কথায়, ছাত্ৰ-ছাত্ৰীদের টিকাকরণের প্ৰক্ৰিয়া সময়মতো সম্পন্ন করতে সরকারের কোনও ধরনের উদ্যোগ না নেওয়ার ফলে পরীক্ষা আয়োজন করার অবশিষ্ট সুযোগও শেষ হয়ে গিয়েছে।
এখন পরীক্ষা বাতিল করে বৈজ্ঞানিক মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করতে সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে ।এই মূল্যায়ন সঠিক, ন্যায়সংগত হওয়ার পাশাপাশি একজন ছাত্ৰ-ছাত্ৰীও যাতে ভ্ৰান্ত নীতির শিকার না হয় তা সুনিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে । তাছাড়া এই মূল্যায়ন পদ্ধতিতে ঘোষিত ফলাফলে কোনও ছাত্ৰ-ছাত্ৰী অসন্তুষ্ট হলে এবং পরবর্তী সময়ে নতুনভাবে পরীক্ষায় বসতে চাইলে তাঁকে বিনামাশুলে সেই সুযোগ প্ৰদান করার দাবিও সংগঠন জানায়।
তাই বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষক সংগঠন এবং ছাত্ৰ সংগঠনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়ায় বিজ্ঞানসন্মত মূল্যায়ন পদ্ধতি উদ্ভাবন করতে শিক্ষামন্ত্ৰীকে সংগঠনের পক্ষ আহ্বান জানানো হয়।