NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে ব্রহ্মপুত্রে রয়্যাল বেঙ্গল, উমানন্দ থেকে পরে চিড়িয়াখানায়
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর: ব্রহ্মপুত্রের জলে হলদে কালো ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার৷ উমানন্দ মন্দির যাওয়ার ফেরির চালক, মাঝিদের মধ্যে চেঁচামেচি, জলে বাঘ, জলে বাঘ!
প্রথমে বিশ্বাসই করতে চাননি বনকর্মীরা। গুয়াহাটির জলে বাঘ আসবে কোথা থেকে! কিন্তু বনকর্মীরা যখন হাজির হয়েছেন ততক্ষণে শতশত মানুষের কোলাহলে নিজেকে বাঁচাতে বাঘ ব্রহ্মপুত্র থেকে সামান্য উঠে উমানন্দ দ্বীপে পাথরের খাঁজে লুকিয়ে পড়ে। আবার অন্যদিকে বাঘের ভয়ে উমানন্দ থেকে পুরোহিত, ভক্ত, কর্মী, দোকানদার সবাইকে এ পারে নিয়ে আসা হয়। এ পার থেকে খাঁচা ও ঘুমপাড়ানি গুলি-বন্দুক নিয়ে যান চার পশু চিকিৎসক ও বনকর্মীরা। যায় এনডিআরএফ বাহিনী। ৫ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে পাথরের আড়ালে থাকা বাঘটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়৷ পরে খাঁচাবন্দি করে একে নিয়ে যাওয়া হয় চিড়িয়াখানায়।