Barak UpdatesHappeningsBreaking News
গাড়ি নদীতে, বাবা প্রাণ বাঁচালেও মা-মেয়ের মৃত্যু
ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর: শিশুকে ডাক্তার দেখিয়ে বুড়িবাইল তৃতীয় খণ্ডের বাড়িতে ফিরছিলেন তারা। গাড়িতে চালকের আসনে ছিলেন বাবা রইসুদ্দিন বড়ভুইয়া । আচমকা নিয়ন্ত্রণ হারালে গাড়ি গিয়ে পড়ে বরাক নদীতে। ২৪ বছরের রইসুদ্দিন সাঁতরে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও গাড়িতে আটকে পড়েন ২১ বছরের হেলি বেগম বড়ভুইয়া ও এক বছরের শিশুকন্যা জন্নত।
ঘটনা কাছাড় জেলার রায়পুর জয়নগরের। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় রইসুদ্দিনের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে নদীতে নামলেও গাড়ির সন্ধান পাননি। বুধবার সকালে এসডিআরএফ ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে গাড়িটির হদিশ পান। ভেতরেই পাওয়া যায় হেলি-জন্নতের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।