NE UpdatesSportsBreaking News
খেল মহারণের রাজ্যস্তরের খো খো শিলচরে শুরু শনিবার, যোগ দিচ্ছে ৩৪ জেলা দল
ওয়ে টু বরাক, ২৯ ফেব্রুয়ারি ঃ খেল মহারণের রাজ্য পর্যায়ের খো খো প্রতিযোগিতা আগামী শনিবার শিলচরে অনুষ্ঠিত হচ্ছে। ছেলে ও মেয়ে বিভাগে মোট ৩৪টি জেলা দল এতে অংশ নেবে। শনিবার মেয়েদের বিভাগে কাছাড় দলের প্রথম ম্যাচ সকাল ১১টায় দক্ষিণ শালমারা-মানকাচরের বিরুদ্ধে। খেলা হবে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামের ৪ নম্বর কোর্টে। ছেলেদের বিভাগে এ দিনই ১ নম্বর কোর্টে কাছাড় জেলা দল ডিমা হাসাওয়ের মুখোমুখি হচ্ছে।
উল্লেখ্য, খেল মহারণের ৫টি ডিসিপ্লিনের মধ্যে শিলচরে রাজ্য পর্যায়ের খো খো অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ শিলচরকে খো খো আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই খেলায় শুধুমাত্র অনুর্ধ্ব ১৯ গ্রুপের ছেলে ও মেয়েদের খেলা হবে। বাকি চারটি ডিসিপ্লিনের মধ্যে অনুর্ধ্ব ১৯ ও ১৯-এর উপরে দুটি পর্যায় রয়েছে। জানা গেছে, রাজ্য পর্যায়ে খেল মহারণের ৫টি ডিসিপ্লিনের জন্য ৬টি ভেন্যু করা হয়েছে। এগুলোর মধ্যে কবাডি কামরূপে, ভলিবল ডিব্রুগড়ে, অ্যাথলেটিক্স কোকরাঝাড়ে হবে। এছাড়া ফুটবল ম্যাচের আসর বসবে দুটি স্থানে। ছেলে ও মেয়েদের অনুর্ধ্ব ১৯ ফুটবল হবে ডিফুতে এবং উর্ধ্ব ১৯ ফুটবল হবে শোণিতপুরে।
খো খো-র ক্ষেত্রে ৩৪টি জেলা দল মোট ৪টি গ্রুপে খেলবে। এই ম্যাচগুলো চলবে ৪ দিন ধরে। দুটি বিভাগেই ফাইনাল হবে ৫ মার্চ। এই আসর ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে শিলচর ডিএসএ। বেশ কয়েকটি জেলা দল এর মধ্যেই এসে পৌছেছে। মনে করা হচ্ছে, শুক্রবারের মধ্যে সব দলই শিলচর এসে পৌঁছে যাবে।