Barak UpdatesHappeningsBreaking News
খাদি কর্তা পাঁচদিনের সফরে বরাকে
ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর: বরাক উপত্যকায় খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের (কেভিআইসি) আওতাধীন শিল্পের মাধ্যমে স্বনিয়োজন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে কেভিআইসির উত্তর-পূর্বাঞ্চলের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ড. সুকোমল দেব ৫দিনের সফর সূচি নিয়ে মঙ্গলবার শিলচর আসছেন। মঙ্গলবার তিনি কাটিগড়া গ্রাম উন্নয়ন পরিষদের খাদি প্রকল্পগুলি পরিদর্শন করবেন।
বুধবার হাইলাকান্দি জেলা পরিদর্শন করে কাটলিছড়ার কুমারশিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করে এই শিল্পকে চাঙ্গা করতে পদক্ষেপ নেবার জন্য মিলিত হবেন। এরপর তিনি বিকেল চারটায় হাইলাকান্দির রাঙ্গাউটি গার্লস হাই স্কুলে পিএমইজিপি সম্পর্কে এক জেলাস্তরের সচেতনতা সভায় যোগ দেবেন। বৃহস্পতিবার কাছাড় জেলার বড়খলা গ্রামোদ্যোগ সোসাইটির কাজকর্ম পরিদর্শন করে বিকেল তিনটায় শিলচরে ব্যাংকগুলোর সঙ্গে এক রিভিউ মিটিংয়ে মিলিত হবেন।
শুক্রবার তিনি করিমগঞ্জ জেলার পাথারকান্দি কুটির শিল্প পরিদর্শনের পর বিকেল তিনটায় করিমগঞ্জের জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠেয় পিএমইজিপি কাজকর্ম এবং ডিএলএমসির এক সভায় অংশ নেবেন। পরদিন শনিবার খাদি কর্তা ড. দেব করিমগঞ্জের গান্ধাই হায়ার সেকেন্ডারি স্কুলে পিএমইজিপি সম্পর্কে এক সচেতনতা ক্যাম্পে যোগ দেবেন। এরপর শনিবার বিকেলে করিমগঞ্জে পিএমইজিপি প্রকল্প পরিদর্শন এবং করিমগঞ্জে মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের কেভিআইসির ডেপুটি সিইও ড. সুকোমল দেবের।