NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

খনি ও খনিজ বিভাগের কার্যালয়ের উদ্বোধন শিলচরে

ওয়েটুবরাক, ২৯ জানুয়ারি : শিলচরে চালু হল খনি ও খনিজ সম্পদ বিভাগের কার্যালয়৷ বিভাগীয় মন্ত্রী যোগেন মোহন আজ শনিবার শিলচরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র চত্বরে জেলা স্তরের এই কার্যালয়ের উদ্বোধন করেন l এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন,  রাজ্যের বিভিন্ন জেলায় খনি ও খনিজ বিভাগের কার্যালয় খোলা হচ্ছে l ডিমাহাসাওয়ে উদ্বোধন হয়েছিল প্রথম জেলা কার্যালয়৷ শিলচরে হল দ্বিতীয় কার্যালয়৷ সেখানে আপাতত ৪ জনকে কর্তব্যে নিয়োজিত করা হচ্ছে l পরবর্তীতে কার্যালয়টির নিজস্ব ভবনের ব্যবস্থা করা হবে l

তিনি বলেন,  প্রথম পর্যায়ে আরও চারটি জেলায় খনি ও খনিজ সম্পদ বিভাগের কার্যালয় খোলা হবে l আগামী ২ ফেব্রুয়ারি শিবসাগর ও যোরহাটে এবং ৩ ফেব্রুয়ারি তিনসুকিয়ায় বিভাগটির কার্যালয় খোলা হবে৷ পর্যায়ক্রমে রাজ্যের প্রত্যেক জেলায় বিভাগটির জেলা স্তরের কার্যালয় খোলা হবে l

এ দিনের অনুষ্ঠানে তিন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, দীপায়ন চক্রবর্তী এবং কৌশিক রাইও অংশ নেন l ছিলেন বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি অর্পণ শইকিয়া, ম্যানেজিং ডিরেক্টর এন আনন্দ,  ডিরেক্টর আনন্দ কুমার দাস প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker