Barak UpdatesBreaking News

কড়া নিরাপত্তায় রাজ্যে শুরু পঞ্চায়েত ভোট

৫ ডিসেম্বর : বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে। সকাল ৭টা থেকে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। নির্বাচনের জন্য প্রায় ১ লক্ষ নিরাপত্তা কর্মীকে লাগানো হয়েছে। রাজ্যে একের পর নাশকতামূলক ঘটনার পর নিরাপত্তার ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৭৮,৫৭১ জন প্রার্থী ২৬,৮০৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ৪১ হাজার ৪৫৬। এর মধ্যে পুরুষ ভোটদাতার সংখ্যা ৮১ লক্ষ ২৩ হাজার ৮৩৫ জন এবং মহিলা ভোটদাতা ৭৫ লক্ষ ১৭ হাজার ৬২১ জন। গোটা রাজ্যের তথ্য অনুযায়ী, ৮২৪৩ ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ৩৬৬৫টি কেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।


প্রথম পর্যায়ের ভোট হচ্ছে রাজ্যের ১৬টি জেলায়। এগুলো হচ্ছে, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, যোরহাট, মাজুলি, গোলাঘাট, ধেমাজি, নগাঁও, লখিমপুর, বিশ্বনাথ, শোনিতপুর, দরং, মরিগাও, কামরূপ মেট্রো ও কামরূপ। মোট ৯৭ লক্ষ ৪৫ হাজার ৭০৯ জন ভোটার ৪৩ হাজার ৫১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ভোট নেওয়া হচ্ছে ১৪ হাজার ৭৭টি ভোটগ্রহণ কেন্দ্রে। তবে রাজ্যের পঞ্চায়েত ভোটে এ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৩৪ জন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপির ৩৮০ জন, কংগ্রেসের ১৯৩ জন, অগপ-র ২৮ জন, এআইইউডিএফ-এর ১০ জন, সিপিএম-এর ১ জন, বিপিএফ-এর ৫ জন এবং ১১৭ জন নির্দল প্রার্থী রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker