Barak UpdatesHappeningsBreaking News
কোভিড পরিস্থিতিতে স্থগিত বরাকবঙ্গের কেন্দ্রীয় অধিবেশন
ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি : আগামী ১১, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি শিলচরে অনুষ্ঠেয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৯তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন বর্তমান কোভিড অতিমারি পরিস্থিতির জন্য স্থগিত রাখা হয়েছে। অধিবেশনের জন্য গঠিত অভ্যর্থনা সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে ।
অধিবেশন সম্পর্কিত প্রস্তুতি এবং বর্তমান অতিমারি পরিস্থিতি পর্যালোচনা জন্য অভ্যর্থনা সমিতির এক সভা গত শনিবার ভার্চুয়াল মুডে অনুষ্ঠিত হয়৷ পৌরোহিত্য করেন অভ্যর্থনা সমিতির সভাপতি তৈমুর রাজা চৌধুরী৷ এই জরুরি ভার্চুয়াল সভায় সবদিক নিয়ে বিস্তারিত আলোচনার পর স্থির হয়, বর্তমানে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে এই সময়ে শিলচরে কেন্দ্রীয় অধিবেশন আয়োজন সমীচীন হবে না । পরিস্থিতির মোটামুটি উন্নতি হলেই অধিবেশনের নতুন দিনক্ষণ নির্ধারণ করা হবে । সভায় স্থির হয়েছে , আগামী মাসের প্রথমদিকে অভ্যর্থনা সমিতি আবার বৈঠকে বসে সবদিক খতিয়ে দেখবে।
সভায় এই বলে মত প্রকাশ করা হয়, বরাকবঙ্গের শিলচর অধিবেশন অতীতে যেভাবে নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে এবারও সেভাবেই আয়োজন করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে বলে সভায় উপ-সমিতিগুলোর তরফে জানানো হয়। তবে এসব উদ্যোগ বাস্তবায়িত করতে হলে স্বাভাবিক পরিস্থিতি যে প্রয়োজন, সে ব্যাপারে সভা সহমত পোষণ করে।