Barak UpdatesHappeningsBreaking News

কোভিড পরবর্তী জটিলতায় আকাশবাণীর ঘোষক রথীন্দ্র চক্রবর্তী প্রয়াত

ওয়েটুবরাক, ১১ জুন: কোভিডে তেমন সমস্যা হয়নি৷ হোম আইসলেশনেই নেগেটিভ হয়ে গিয়েছিলেন৷ শ্বাসকষ্টটা প্রবল হয় এর কিছুদিন পরে৷ কৃষিবিভাগের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আকাশবাণীর অস্থায়ী ঘোষক রথীন্দ্র  চক্রবর্তীকে গত ১৯ মে গ্রিন হিলসে ভর্তি করা হয়েছিল৷ তিন সপ্তাহ লড়াইয়ের পর আজ শুক্রবার রাত ৮টা নাগাদ জীবনযুদ্ধে হার মেনে নেন৷ বয়স হয়েছিল ৫৯ বছর৷ রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য প্রিয়জনদের৷

রথীন্দ্রবাবু শুরু থেকেই গ্রিন হিলসের আইসিইউ-তে ছিলেন৷ দুদিন আগে অবস্থার উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়৷ কাল কথা হচ্ছিল, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন৷ কিন্তু আজ সকালে আচমকা অবস্থার অবনতি হতে থাকে৷ ফের আইসিইউতে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু আর ফিরতে পারলেন না৷

রথীন্দ্রবাবু কৃষি দফতরে যেমন সকলের বিশ্বস্ত সহকর্মী ছিলেন, তেমনি আকাশবাণী শিলচর কেন্দ্রেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়৷ ১৯৮৮ সাল থেকে আকাশবাণীর সঙ্গে জড়িত৷ “চাষাবাদের কথা” অনুষ্ঠানটি তিনিই সঞ্চালনা করতেন৷ তাঁর অকালপ্রয়াণে আকাশবাণী শিলচর কেন্দ্রে শোকের ছায়া নেমে এসেছে৷ প্রোগ্রাম হেড দিব্যজ্যোতি পুরকায়স্থ বলেন, “আমাদের বড় ক্ষতি হয়ে গেল৷” শোকস্তব্ধ কৃষি বিভাগের অফিসার-কর্মীরাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker