NE UpdatesHappeningsBreaking News
কোকরাঝাড়ে একই ডালে দুই তরুণীর দেহ, ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর
ওয়েটুবরাক, ১৩ জুন: একই গাছের একই ডালে ঝুলছিল দুই তরুণীর মৃতদেহ৷ সম্পর্কে পিসি-ভাইঝি হলেও বয়সের ব্যবধান খুবই কম৷ নিহত সোমাইনা রাভার বয়স ১৪ বছর, রবিতা রাভা ১৬ বছরের৷ কোকরাঝাড় জেলার অভয়াখুঁটি এলাকার এই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ শনিবার সকালে দুই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখে বাকহারা হয়ে পড়েন এলাকার মানুষ৷ আজ রবিবার সকালে অভয়াখুঁটিতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, নিজের সমবেদনা জানান৷
মুখ্যমন্ত্রী বলেন, এটি হত্যা না আত্মহত্যার ঘটনা প্রথমে তা চূড়ান্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷ জনজাতি সম্প্রদায়ের দুই তরুণীকে খুন করা হলে দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে৷ তারা আত্মহত্যা করলেও এর কারণ এবং কাদের প্ররোচনায় আত্মহত্যা করল, তা পুলিশ খতিয়ে দেখবে৷ তাঁর কথায়, এই ধরনের ঘটনা রাজ্য সরকার সহজে মেনে নেবে না, এই বার্তা দিতেই তিনি কোকরাঝাড়ে ছুটে গিয়েছেন৷
এই ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ ৫ জনকে থানায় আটকে জিজ্ঞাসাবাদ করছে৷
We're extremely pained at the tragic incident of Abhayakhuti, Kokrajhar.
To reassure family of 2 minor girls, whose bodies were found hanging from a tree in mysterious condition on Friday, I met them today to console & share their pain.
Assam Govt stands firmly by them.
1/3 pic.twitter.com/QrPYn4E2lr
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 13, 2021