ওয়েটুবরাকের অন্যতম প্রতিষ্ঠাতা সুদর্শন গুপ্তের খবর জানতে এই কয়দিন অনেকেই হয়তো বারবার ওয়েটুবরাক খুলেছেন, হতাশ হয়েছেন, আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী৷ আসলে আমাদের অন্যতম স্তম্ভ সুদর্শন সম্পর্কে কী আপডেট দেওয়া, সেটাই বোঝা যাচ্ছিল না৷ সুদর্শন এখন ভালো আছেন, এটা বললে সঠিক সংবাদ পরিবেশন হয় না৷ আবার সুদর্শনের অবস্থাটা ভালো নয়, এও লিখতে পারছিলাম না৷ কারণ এটা আমাদের বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছিল৷ কিন্তু সময় নিলেও বাস্তবকে মেনে নিতেই হয়৷
কিছুদিন ধরেই ওয়েটুবরাকের পাঠক হিসাবে আপনারা সুদর্শন গুপ্তের অনুপস্থিতি টের পাচ্ছিলেন৷ আজ আমরা তা আরও বেশি করে অনুভব করছি৷ বারবার মনে হচ্ছে, এই পরিস্থিতিতে সুদর্শন বেঁচে থাকলে কী করতেন৷ নিশ্চিত ভাবেই তিনি সারাদিন দৌঁড়ঝাপ করতেন, একটু দূরে সরে ফুঁপিয়ে কাঁদতেন, আবার পাঠকরা যাতে বঞ্চিত না হন, সুযোগ পেলেই লিখে যেতেন৷ আমরা কেউ সুদর্শন নই, আমরা পারিনি৷ এমনকী তাঁর মৃত্যুসংবাদ, তাঁর শবযাত্রা বা অন্ত্যেষ্টির সংবাদ বিস্তৃত তুলে ধরতে ব্যর্থ হয়েছি৷ আবেগের কাছে পেশাগত দায়িত্ব পালনের জায়গাটা প্রতিবার হার মেনেছে৷
এখন ওয়েটুবরাককে নিয়ে সুদর্শনের স্বপ্ন পূরণের দায় আমাদের৷ তাই অঙ্গীকার করছি, তাঁর প্রতি শ্রদ্ধা-ভালবাসার দরুনই আমরা এই ওয়েবপোর্টালকে পূর্ণ সংবাদ প্রতিষ্ঠানে পরিণত করব৷ এ ক্ষেত্রে আপনাদের নিরন্তর পাশে পাব, এই বিশ্বাস আমাদের রয়েছে৷ কারণ সুদর্শন গুপ্তকে যে আপনারাও মনেপ্রাণে ভালবাসেন !