Barak UpdatesHappeningsBreaking News

আজ ঈদ, বরাক জুড়ে খুশির আবহ

ওয়েটুবরাক, ৩০ জুন : আজ বৃহস্পতিবার ঈদ। ঈদউলআজহা৷ একে কোরবানির ঈদ বা বকরি ঈদও বলা হয়৷ দুদিন থেকেই এই উপলক্ষে খুশির হাওয়া বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়। সকাল সাড়ে আটটায় শিলচরের ইটখলা ঈদগা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করা হয়৷ অন্যান্য ঈদগা-মসজিদেও এ দিন পবিত্র ঈদের নামাজ আদায় ও বিশেষ প্রার্থনা করা হয়৷

Rananuj

ঈদউল আজহা মূলত ত্যাগ ও বিসর্জনের বার্তা নিয়ে আসে। এদিন পশু জবাইয়ের মাধ্যমে ত্যাগের প্রতীকী প্রকাশ ঘটানো হয়। এর মাধ্যমে মনের পশুত্বকে বিসর্জন দিয়ে নিজেকে নৈতিক ও আত্মিকভাবে পরিশীলিত করা হয়। তাই ঐশ্লামিক পণ্ডিতরা বলেন, পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের মনের পশুটাকে কুরবানি দিতে হবে। কুরবানি ইসলাম ধর্মাবলম্ববীদের মধ্যে আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে, সহিষ্ণুতার শিক্ষা দেয়। সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই আনন্দ ভাগাভাগি করে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker