NE UpdatesAnalyticsBreaking News
কেন্দ্রের কর্মচারীদের সমহারে ডিএ পাবেন রাজ্যের কর্মচারীরা, সিদ্ধান্ত ক্যাবিনেটে
গুয়াহাটি, ৭ নভেম্বর : রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ এবার কেন্দ্র সরকারের কর্মচারীদের সমহারে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় দিয়ে ৪২ শতাংশ থেকে চার শতাংশ বৃদ্ধি করে ৪৬ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ৫ মাসের বকেয়া জানুয়ারি ও এপ্রিল মাসে দুটি কিস্তিতে প্রদান করা হবে। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরহিত্যে এ দিন দিসপুর লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়। বৈঠক শেষে ক্যাবিনেটের বিভিন্ন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।
এছাড়া ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের পাঁচটি জেলায় বসুন্ধরা-২-এর মাধ্যমে ২৫৩৮ জন ভূমিহীন লোককে জমির পাট্টা দেওয়া হবে। এর মধ্যে মরিগাঁও জেলায় ২ জন, বঙ্গাইগাঁও জেলায় ৬৯ জন, গোয়ালপাড়া জেলায় ৯০ জন, ডিব্রুগড় জেলায় ১০৭১ জন এবং শোনিতপুর জেলায় ১৩০৬ জন লোককে পাট্টা দেওয়া হবে।