India & World UpdatesHappeningsBreaking News

কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে আপের মিছিল

ওয়েটুবরাক, 26 মার্চঃ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আম আদমি পার্টি মঙ্গলবার মিছিল করে। লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোচ্ছিলেন তারা। কিন্তু বিক্ষোভের অনুমতি না থাকায় দিল্লি পুলিশ ১৪৪ ধারা জারি করে প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে থেকে তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে পঞ্জাবের একজন মন্ত্রীও রয়েছেন।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) আপ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে।

সোশ্যাল মিডিয়ায় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বলেছে, লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশনে প্রবেশ এবং প্রস্থান, প্যাটেল চক মেট্রো স্টেশনের গেট ৩ এবং কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশনের গেট ৫ ‘পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বন্ধ থাকবে’।

ডমড়চ একটি ট্যুইটে জানিয়েছে, ‘নিরাপত্তা আপডেট… নিরাপত্তার কারণে, লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশনে প্রবেশ/প্রস্থান, প্যাটেল চক মেট্রো স্টেশনের ৩ নম্বর গেট এবং কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশনের ৫ নম্বর গেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে’।

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের সময় ইডি হেফাজত থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর পাঠানো একটি চিঠি পড়েন। তিনি বলেন, ‘কেজরিওয়ালের আদেশ ঈশ্বরের আদেশের মতো’।

মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন, মহল্লা ক্লিনিকগুলিতে করা পরীক্ষায় লোকেদের অসুবিধা হচ্ছে। তিনি নির্দেশ দিয়েছেন যে মহল্লা ক্লিনিকগুলিতে বিনামূল্যে ওষুধ দেওয়া ও স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।

মন্ত্রী অতশী সাংবাদিকদের বলেন, ‘আজ, আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের স্ফুলিঙ্গ প্রতিটি বাড়িতে ছড়িয়ে দিতে সারা দেশে সোশ্যাল মিডিয়াতে একটি ডিপি প্রচার শুরু করছে’। পরে ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে বিরোধী দল আইএনডিআইএ ব্লকের পরিকল্পিত মেগা সমাবেশের আগে হয়েছে।

আপ নেতা গোপাল রাই বলেছেন, “সমস্ত আইএনডিআইএ-ব্লকের দলগুলি দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষার জন্য এই ‘মহা সমাবেশ’ করবে।“

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker