NE UpdatesHappeningsBreaking News
মেয়ে-ভাই সহ ৫ জনকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড ত্রিপুরায়
ওয়ে টু বরাক, ২৫ নভেম্বর : ত্রিপুরার একটি আদালত ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গত বছর তার দুই মেয়ে, বড় ভাই এবং একজন পুলিশ কর্মকর্তা সহ পাঁচজনকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ত্রিপুরা পুলিশের মুখপাত্র জানান, খোয়াই জেলা ও দায়রা আদালত অভিযুক্ত প্রদীপ দেবরায়কে তার দুই নাবালিকা কন্যা অদিতি দেবরায়, মন্দিরা দেবরায়, বড়ভাই অমলেশ দেবরায়কে লোহার রড দিয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
ঘটনাটি ঘটেছে গত বছরের ২৬ নভেম্বর খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাট এলাকায়, যখন ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দেবরায় লোহার রড দিয়ে পুলিশ অফিসার এবং আরও দুজন, কৃষ্ণ দাস এবং তার ছেলে কর্ণধীর দাস, যারা একটি অটোরিকশায় চেপে দেবরায়ের বাড়িতে যাচ্ছিলেন, তাদের আক্রমণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পরিদর্শক ও কর্ণধীর দাস মারা যান। দেবরায় তার স্ত্রী মীনা পালকে (দেবরায়) লাঞ্ছিতও করেছিলেন বলে অভিযোগ।