India & World UpdatesHappeningsCultureBreaking News
কারার ওই লৌহকপাট : প্রযোজকের স্পষ্টীকরণ
ওয়েটুবরাক, ১৩ নভেম্বর : রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’ ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে সুর বিকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। এরই প্রেক্ষিতে সোমবার বিকালে বিবৃতি দিলেন ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর (রয় কপূর ফিল্মস)। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। তাতে লিখেন, ‘‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা জানাতে চাই, নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’’
তিনি লিখেছেন, ‘‘নজরুল ইসলাম এবং তাঁর সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে।’’ এরই সঙ্গে নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তাঁর পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল সে কথাও ওই বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এর আগে নজরুল পরিবারের তরফে অনির্বাণ জানিয়েছিলেন, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না এই মর্মেই তাঁরা নির্মাতাদের স্বত্ব দিয়েছিলেন। কিন্তু বিবৃতিতে রায় কপূর ফিল্মস জানিয়েছেন, ‘‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’’