NE UpdatesHappeningsBreaking News
কাজিরাঙ্গায় স্ত্রী ঘুরলেন জিপে, কন্যাকে নিয়ে কোবিন্দ হাতির পিঠে
ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারি : হাতিতে চড়ে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সঙ্গে তাঁর কন্যা৷
তিনদিনের অসম সফরে শুক্রবার বিশেষ বিমানে গুয়াহাটিতে আসেন তিনি৷ শনিবার তেজপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দিয়েই তাঁরা যান কাজিরাঙ্গায়৷ সে দিনেই তাঁদের জিপ সাফারির কথা ছিল৷ কিন্তু রাষ্ট্রপতি তাঁর জিপে চড়ে কাজিরাঙ্গা ঘোরার কর্মসূচি বাতিল করেন৷ তবে ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ জিপে চড়ে বাগরি রেঞ্জ ঘুরে দেখেন৷ রবিবার সাতসকালে সুসজ্জিত হাতির পিঠে চড়ে বসেন রাষ্ট্রপতি কোবিন্দ ও তাঁর কন্যা৷ জাতীয় উদ্যান পরিদর্শন শেষে রাষ্ট্রপতি কাজিরাঙ্গা সংরক্ষণ, সুরক্ষা ও প্রস্তাবিত এলিভেটেড করিডর সম্পর্কীত ফোটো ও আর্কাইভাল প্রদর্শনীর উদ্বোধন করেন৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং কৃষিমন্ত্রী অতুল বরা উপস্থিত ছিলেন৷
কোবিন্দের সফর উপলক্ষে কাজিরাঙ্গার বুঢ়াপাহাড় ও আগরাতলি রেঞ্জ ছাড়া সর্বত্র হাতি ও জিপ সাফারি শনি-রবিবার বন্ধ রাখা হয়েছিল৷