Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় জেলায় হজযাত্রীদের টিকা প্রদান ১১, ১৫ ও ১৬ মে
ওয়েটুবরাক, ৮ মে: কাছাড় জেলার এবারের হজযাত্রীদের টিকা প্রদান করা হবে আগামী ১১, ১৫ ও ১৬ মে। সোমবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে কাছাড়ের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে জেলা হজ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক তথা জেলা হজ কমিটির সচিব মনসুর আহমদ মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১১ মে কালাইন সিনিয়র মাদ্রাসায় যে সকল হজযাত্রী কালাইন হজ কমিটির মাধ্যমে হজের আবেদন জমা করেছেন তাদের টিকা প্রদান করা হবে। এছাড়া ১৫ ও ১৬ মে শিলচর ঘনিয়ালাস্থিত মরকজ ভবনে পরপর দুদিন হজযাত্রীদের ঠিকা প্রদান করা হবে। ১৫ তারিখ সকাল দশটা থেকে শিলচর, লক্ষীপুর, বড়খলা ও কাটিগড়া বিধানসভা এলাকাধীন হজযাত্রীদের টিকা দেওয়া হবে। ১৬ মে সকাল দশটা থেকে একই স্থানে সোনাই, ধলাই ও উধারবন্দ বিধানসভা এলাকাধীন হজযাত্রীদের টিকা প্রদান করা হবে।
যেহেতু এ বছর কাছাড় জেলা থেকে এবার সর্বাধিক পুণ্যার্থী হজব্রত পালন করতে যাচ্ছেন এবং হজযাত্রীদের একই সাথে হেল্থকার্ডে ফিটনেস সার্টিফিকেট দিতে হবে তাই টিকা প্রদান শিবির তিনদিনে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।
এদিনের এই সভায় জেলা হজ কমিটির সম্পাদক তথা এডিসি এম এ মজুমদার, যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সদস্য সামিনুল হক বড়ভুইয়া, আতাউর রহমান লস্কর, নুরুল আলম মজুমদার ছাড়াও স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন, অতিরিক্ত চিফ মেডিকেল এন্ড হেল্থ অফিসার পি কে রায়, এসডিএমও (সদর) এম আই বড়ভুইয়া ও স্বাস্থ্য বিভাগের কর্মী তৈয়বুর রহমান বড়ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মণ শিলচর ও কালাইনের হজযাত্রী টিকা প্রদান শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চিকিৎসক, নার্স ও প্যারা মেডিকেল টিম গঠন করে একটি আদেশ জারি করেছেন। টিকাপ্রদান শিবিরে নির্ধারিত দিনে হজযাত্রীরা কোভিড ১৯ উভয় ডোজের সার্টিফিকেট, ইতিপূর্বে করা রক্ত পরীক্ষা, এক্স-রে, ইসিজি ইত্যাদি রিপোর্ট থাকলে তা সঙ্গে নিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে।