Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে জাতীয় প্রেস দিবস, পরিবর্তনের মধ্যে নতুন উদ্ভাবনের আহ্বান

ওয়েটুবরাক, ১৬ নভেম্বর : “সংবাদ মাধ্যমের পরিবর্তিত রূপ”কে থিম হিসেবে নিয়ে শনিবার ১৬ নভেম্বর রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায়ও ” জাতীয় প্রেস দিবস” উদযাপন করা হয় ।

 কাছাড়ের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তথ্য ও জনসংযোগ বরাক উপত্যকা অঞ্চল শিলচরের আঞ্চলিক কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এতে অংশ নেন ।

অনুষ্ঠানে কাছাড়ের জেলা প্রশাসক মৃদুল যাদব তাঁর বক্তব্যে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদপত্র গণতন্ত্রের মেরুদণ্ড। দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির যুগে, সংবাদপত্রকে অবশ্যই তার সততা এবং সত্যের প্রতি অঙ্গীকার বজায় রেখে মানিয়ে নেওয়া আবশ্যক ।

 এর আগে স্বাগত বক্তব্যে তথ্য ও জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সহকারী কমিশনার বহ্নিখা চেতিয়া দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় প্রেস দিবস” সমাজের ক্ষমতায়ন এবং গণতন্ত্রকে লালন-পালনে মিডিয়ার ভূমিকা অপরিসীম । সংবাদ মাধ্যমের পরিবর্তিত রূপের মুখোমুখি হয়ে তারা সংবাদ প্রেরণের ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছেন ।

 এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলফরিদ হোসেন সংবাদ মাধ্যমের পরিবর্তনের ব্যাপক বিশ্লেষণ করেন।  বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রটি প্রযুক্তির দ্বারা চালিত , যদিও ডিজিটাল প্ল্যাটফর্ম গুলি তথ্যকে গণতান্ত্রিক করেছে, এর মধ্যে কিছু ক্ষেত্রে ভুল তথ্য বা খবরের জন্ম দিয়েছে। তথ্যের এই প্লাবনের মধ্যে বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন । ডিজিটাল অগ্রগতির যুগে খবরের সততা ও নিষ্ঠা পরিবর্তিত সামাজিক, রাজনৈতিক, তথা সামগ্রিক ক্ষেত্রকে আরও উন্নত করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি । অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক রাহুল দেব, মদন সিংহল, হারান দে, সঞ্জীব সিং প্রমুখ বক্তব্য রাখেন ।

  বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকদের তাদের অবদানের জন্য ডি সি যাদব সাংবাদিকদের হাতে উপহার তুলে দিয়ে সম্মানিত করে গণতান্ত্রিক সমাজ গঠনে মিডিয়ার মুখ্য ভূমিকা পুনর্ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker