Barak UpdatesAnalyticsBreaking News
কাছাড়ের ৭টি উন্নয়ন খণ্ডে সাংস্কৃতিক মহাসংগ্রাম-এর উদ্বোধন শুক্রবার
ওয়ে টু বরাক, ৯ নভেম্বর : কাছাড় জেলায় আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম, ২০২৩-২৪-এর জিপি / ওয়ার্ড স্তরের প্রতিযোগিতা ১০ নভেম্বর, ২০২৩ থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত চলবে৷
কাছাড় জেলায় ১০ নভেম্বর সকাল ১০টা থেকে জেলার সাতটি উন্নয়ন খণ্ডের বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকায় এই সাংস্কৃতিক কার্যক্রম শুরু হচ্ছে। এর অঙ্গ হিসেবে থাকবে রবীন্দ্র সংগীত, জ্যোতি সঙ্গীত, বিষ্ণুরাভা সংগীত, ভূপেন্দ্র সংগীত, আসামের লোকনৃত্য (দলীয়), বিহু নৃত্য (দলীয়)।
কাছাড়ের জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার এই মর্মে এক নির্দেশ জারি করে জানিয়েছেন, শিলচর অম্বিকাপুর জিপির বুধুরাইল হাইস্কুলে এই সংগীত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। অনুরূপভাবে সকাল ১০টায় কাটিগড়া উন্নয়ন খণ্ডের গোবিন্দপুর গাঁও পঞ্চায়েতের গোবিন্দপুর এমই স্কুলে, বড়খলা উন্নয়ন খণ্ডের ছোট দুধপাতিল গাঁও পঞ্চায়েত অফিসে, সোনাই উন্নয়ন খণ্ডের শিলডুবি গাঁও পঞ্চায়েতের ব্রজহরি মুসাফির হাইস্কুলে, নরসিংপুর উন্নয়ন খণ্ডের ধলাই গাঁও পঞ্চায়েতের ফরেস্ট অফিস কমিউনিটি হলে, লক্ষীপুর উন্নয়ন খণ্ডের ফুলেরতল গাঁও পঞ্চায়েতের মাল্টিপারপাস কমিউনিটি হলে এবং উধারবন্দ উন্নয়ন খণ্ডের ব্লক অডিটরিয়ামে প্রতিযোগিতা শুরু হচ্ছে। উল্লেখ্য, এই ব্লকগুলিতে প্রতিযোগিতার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হবে।