Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়েও মিশন ইন্দ্রধনুষ কার্যসূচির সূচনা
ওয়েটুবরাক, ৭ আগস্ট: এক শিশুর মুখে দুই ফোঁটা পোলিওর ড্রপ দিয়ে জেলায় মিশন ইন্দ্রধনুষ কার্যসূচির প্রথম রাউন্ডের সূচনা করলেন জেলাশাসক রোহন কুমার ঝা। সোমবার শিলচর নগর স্বাস্থ্য কেন্দ্রে সে সময় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমনা নাইডিং, নগর স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক শারমিন আক্তার সদিয়ল, ডেপুটি ডিএমও বাপ্পা দেব, জেলা এন এইচ এম-এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, ডিএমই ড. গুলবাহার রাজ বড়ভুইয়া, নগর স্বাস্থ্য সংযোজক ইন্দ্রজিৎ দে, জেলা সংযোজক (শিশু স্বাস্থ্য) ইকবাল বাহার লস্কর প্রমুখ। ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ (আইএম আই) ৫.০ নামের এই কার্যসূচির প্রথম রাউন্ড চলবে ১২ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় রাউন্ড ১১ থেকে ১৬ সেপ্টেম্বর এবং তৃতীয় রাউন্ড হবে ৯ থেকে ১৪ অক্টোবর । এই তিন রাউন্ড তিন মাসে হবে । প্রথম রাউন্ডে যাদের টিকা নেওয়ার সময় হয়েছে তাদের সবাই ও বিভিন্নভাবে টিকাকরণ থেকে বাদ পড়া অনূর্ধ্ব ৫ বছর বয়সের শিশু ও গর্ভবতী মায়েদের টিকাকরণ করা হবে। প্রথমদিন কাছাড় জেলার বিভিন্ন হাসপাতালে অনূর্ধ্ব ৫ বছর বয়সের ৭১২ এবং ১২৬ জন গর্ভবতী মহিলাকে টিকাকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, শূন্য থেকে ২৩ মাস বয়সের শিশুদের মধ্যে যারা বাদ পড়েছে বা বয়স অনুসারে টিকাকরণ করা হয়নি অর্থাৎ এম আর ১, এম আর ২, প্যান্টা এবং ওপিভি ডোজ দেওয়া সম্ভব হয়নি এবং গর্ভবতী মহিলা যারা আংশিক বা সম্পূর্ণভাবে টিকাকরণ থেকে বাদ পড়েছেন তাদেরকে এবং ২০১৮ সালের ৬ আগস্ট তারিখের পর জন্ম নেওয়া শিশুদেরকে এই অভিযানের লক্ষ্যের মধ্যে রাখা হয়েছে।