Barak UpdatesHappeningsBreaking News
কাউকে মারেননি, সাংবাদিকদের জড়িয়ে দত্তরায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা!
ওয়েটুবরাক, ১ ডিসেম্বরঃ অনৈতিক ভাবে বিডিএফ নেতা প্রদীপ দত্তরায়কে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টার অভিযোগের ধারা আসতে পারে না৷ মঙ্গলবার দুপুরে শিলচরের আইনজীবীরা দল বেঁধে এ কথা জানানোর পর একই কথা ধ্বনিত হয় বিকালের নাগরিক সভায়৷ আজ বুধবার ওই কথাগুলি আরও জোরালো ভাবে বললেন শিলচরের সাংবাদিকরা৷ শিলচর প্রেস ক্লাব এ দিন সভা ডেকে এর বিরুদ্ধে সরব হন৷ ২৭ নভেম্বর দত্তরায়কে গ্রেফতারের সময় হিন্দু যুব পরিষদের এজাহারের সঙ্গে পুলিশ নিজেরাও একটি মামলা দায়ের করে। তাতে অভিযোগ করা হয়, দত্তরায় সে দিন ডিএসপি অফিসের সামনে সাংবাদিকদের গালিগালাজ করেন, এক সাংবাদিকের বুকে ঘুষি মারেন।
আজ প্রেস ক্লাব জানিয়েছে, এই অভিযোগ পুরো ভুয়ো। দত্তরায় কাউকে মারধর করেননি৷ প্রেস ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, এমন মামলায় অহেতুক সাংবাদিকদের জড়ানোয় শুক্রবার তাঁরা বিষয়টি জেলাশাসকের নজরে নেবেন। পরে জানাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল, মুখ্যসচিব এবং পুলিশ প্রধানকে। প্রেস ক্লাব দত্তরায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেরও নিন্দা জানায়।