Barak UpdatesHappeningsBreaking News

বরাকে জল বাড়ছেই

ওয়ে টু বরাক, ৭ আগস্ট : বুধবার রাত ৮টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জল বিপদসীমা স্পর্শ করেছে। এরপর থেকেও গত ৪ ঘণ্টায় বরাকের জল অনবরত বাড়ছেই। রাত ১২টায় অন্নপূর্ণাঘাটে নদীর জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ১৯.৯১ মিটার। এখানে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার। এখন জল বাড়ছে প্রতি ঘণ্টায় ২ সেমি করে। গত চার ঘণ্টা ধরেই জলস্তর বৃদ্ধির হার ২ সেমি করে চলছে।

এর আগে বুধবার ভোর ৪টায় জলস্তর সবথেকে বেশি ৮ সেমি বেড়েছে। এরপর প্রতি ঘণ্টায় ১-২ সেমি করে বৃদ্ধির হার কমেছে। কিন্তু সমতলে তেমন কোনও বৃষ্টি না হওয়ার পরও এই জলস্তর বৃদ্ধি স্বভাবতই আতঙ্কে ফেলে দিয়েছে শিলচর শহর ও শহরতলির মানুষকে। তাহলে কি চতুর্থবারের মতো বন্যার কবলে পড়বে এই অঞ্চল ? এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker