Barak UpdatesHappeningsCultureBreaking News
৩১ আগস্ট এ বারও শিলচরে উদয়াস্ত বন্দেমাতরম কীর্তন, হবে ভারতমাতার পূজা
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : এ বারও উদয়াস্ত বন্দেমাতরম মহামন্ত্র যজ্ঞ এবং ভারতমাতার পূজার আয়োজন করেছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি৷ আগামী ৩০ আগস্ট বিকালে এ উপলক্ষে এক সাংস্কৃতিক শোভাযাত্রা শহর পরিক্রমা করবে৷ হবে মঙ্গলঘট ভরা এবং অধিবাস৷ পরদিন, ৩১ আগস্ট হবে মূল অনুষ্ঠান৷ ভোর ৫টা ২১ মিনিটে তারাপুর আর্যভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে বন্দেমাতরম, বন্দেমাতরম৷ বিভিন্ন সুরে, বিভিন্ন ঢঙে একেক দল সূর্যাস্ত পর্যন্ত বন্দেমাতরম গেয়ে যাবে৷ এরই মধ্যে অস্থায়ী মণ্ডপে চলবে মূর্তি গড়ে ভারতমাতার পূজা৷
সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে মত বিনিময় করেন বন্দেমাতরম উৎসব কমিটির সভাপতি স্বর্ণালী চৌধুরী, মুখ্য সংযোজক বিপ্লব দেবনাথ ও কোষাধ্যক্ষ বিজন রায় এবং সংগঠনের সভাপতি পান্না পাল ও সাধারণ সম্পাদক দিব্যেন্দু কর৷ তাঁরা বলেন, গোটা পর্বটিই হচ্ছে বন্দেমাতরম উতসবের অঙ্গ হিসেবে। গত 14 আগস্ট অখণ্ড ভারত দিবস পালনের মধ্য দিয়ে এই উতসবের সূচনা হয়। আগামী 29 অক্টোবর বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে এর সমাপন ঘটবে।
প্রসঙ্গত, উদয়াস্ত বন্দেমাতরম মহামন্ত্র যজ্ঞ এর আগে আর কোথাও হয়েছে বলে কারও জানা নেই। গত বছর আর্য সংস্কৃতি বোধনী সমিতিই এ ব্যাপারে উদ্যোগ নেয় এবং উদ্দীপনার সঙ্গে উদযাপন করে। ভারতমাতার মূর্তি পূজাও খুব কমই হয়ে থাকে। তবে সমিতি ভারতমাতার স্থায়ী মন্দির নির্মাণে নিজেদের অঙ্গীকারের কথা এ দিনও উল্লেখ করেন। বিপ্লব দেবনাথ জানান, এই সময়ে হরিদ্বারেই একটি ভারতমাতার মন্দির রয়েছে। শিলচরে আর্য সংস্কৃতি বোধনী সমিতির মন্দির ওই আদলেই নির্মিত হবে।
আর্য সংস্কৃতি বোধনী সমিতিতে সভাপতি-সম্পাদক ছাড়াও রয়েছেন সহ সভাপতি বিদ্যেন্দু দেব ও নীলকণ্ঠ অধিকারী, যুগ্ম সম্পাদক মৃণাল দেব ও নিবেদিতা দাস, সাংগঠনিক সম্পাদক নবমিতা চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক পায়েল দাস এবং কার্যালয় সম্পাদক শিল্পী ভট্টাচার্য কোষাধ্যক্ষ বিজন রায়। এ ছাড়াও উতসব কমিটিতে আরও রয়েছেন কার্যকরী সভাপতি বুদ্ধদেব চৌধুরী, সহসভাপতি বেণুলাল বর্মণ. অন্তু দত্ত, নিখিল পাল ও অরিন্দম ভট্টাচার্য।