Barak UpdatesHappenings
করোনার জন্য পৃথকভাবে ১৬টি স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবিভিপির
১৫ আগস্ট : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আসাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসেবে পরিষদের এক গাঁও এক তেরঙ্গা অভিযানের অন্তর্গত এ দিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মোট ৭৫টি পরিবারের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় এবং প্রত্যেককে পতাকা উত্তোলনের মহত্ব বুঝে নিজ নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানানো হয়।
এ দিন বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চের পাশে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার পাশাপাশি তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হর্ষ শ্রীনিবাস এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সিকুরিটি ও ভিজিলেন্স অফিসার গৌতম নন্দী পুরকায়স্থ। তারা নিজেদের বক্তব্যে স্বাধীনতা সংগ্রামীদের অবদান ও বীর জওয়ানদের আত্ম বলিদানের কথা উল্লেখ করে যুবসমাজকে দেশ সেবায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উভইয়ে বিদ্যার্থী পরিষদের কর্মকাণ্ডেরও প্রশংসা করেছেন।
প্রসঙ্গত বর্তমান করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এক জায়গায় কোনও জমায়েত করা হয়নি। এর পরিবর্তে ১৬টি স্থান অর্থাত বিশ্ববিদ্যালয় চত্বর, করাতিগ্রাম, ডাকবাংলো, দুর্গাটিলা, চাঁদমারি রোড, সোনাপুর ইত্যাদি স্থানে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ছিলেন তারাশংকর গোস্বামী, রাজদীপ ঘোষ, বিনয় পাল, জয়দেব গোস্বামী প্রমুখ।