Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ৬৫৪ ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিং, ৯৫টিতে মাইক্রো অবজারভার
March 28, 2021
ওয়েটুবরাক, ২৮ মার্চ: করিমগঞ্জ জেলায় ভোটের দিন ৬৫৪টি ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিং করা হবে এবং ৯৫টি ভোটকেন্দ্রে মাইক্রো অবজারভারদের নজরদারি থাকবে। শনিবার নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এই তথ্য জানানো হয় ।জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত এই সভায় বলা হয়, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ১২৪, পাথারকান্দিতে ১৩৪, উত্তর করিমগঞ্জে ১৪০, দক্ষিণ করিমগঞ্জে ১৪১ এবং বদরপুর বিধানসভা কেন্দ্রে ১১৫টি ভোটগ্রহণের দৃশ্য সরাসরি ইন্টারনেটে দেখা যাবে।
এছাড়া জেলার আরও ৯৫টি ভোটকেন্দ্রে মাইক্রো অবজারভারদের নজরদারি থাকবে। সেগুলির মধ্যে রাতাবাড়ি ৫টি, পাথারকান্দি ৩০টি, উত্তর করিমগঞ্জে ১০টি এবং দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর বিধানসভা কেন্দ্রে ২৫টি করে ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচন কমিশনের দুই জেনারেল অবজারভার পরিমল সিং এবং কারে গৌরার উপস্থিতিতে সভায় আরও জানানো হয়, জেলার সব ভোটকেন্দ্রে দিক-নির্দেশনা বোঝার জন্য সাইনিজ সহ পানীয় জল ইত্যাদি প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। ভোটের দিন প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইসিআইএল-এর তিনজন করে ইঞ্জিনিয়ার থাকবেন৷ ইভিএম এবং ভিভি প্যাটের সমস্যা দেখা দিলে তা সমাধান করবেন।
৩০ এবং ৩১ মার্চ ভোটগ্রহণ কর্মীর দলগুলিকে তাদের নিজ নিজ ভোটকেন্দ্রে পাঠানোর জন্য করিমগঞ্জ কলেজে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। সভায় জেলাশাসক আনবামুথান এমপি সহ সব কয়টি আসনের রিটার্নিং অফিসার এবং জেলার উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন ।