Barak UpdatesBreaking News
করিমগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দ্বিতীয় পর্যায়ের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন
২৯ মার্চঃ রাজ্যে দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শুক্রবার মোট ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। শিলচর আসনে নির্দল প্রার্থী দিলীপ কুমার মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে মোট ১৩ জন প্রার্থী মাঠে রয়েছেন। করিমগঞ্জ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই ৫ নির্দল প্রার্থীর মধ্যে ঝুলন শুক্লবৈদ্য, কেশবলাল দাস, পুলক মালাকার, সঞ্জয় রায় শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই কেন্দ্রের নির্দল প্রার্থী উত্তম কুমার দাস বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। ফলে বর্তমানে করিমগঞ্জ লোকসভা আসনে মোট ১৪ প্রার্থী রয়েছেন।
দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য মোট ৬০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে পরীক্ষার সময় ৪ প্রার্থীর মনোনয়ন নাকচ হয়ে যায়। এরপর ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ভোটের ময়দানে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। প্রসঙ্গত, দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ, নগাঁও, মঙ্গলদৈ ও ডিফু আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।