ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: করিমগঞ্জে কোভিড প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহর ও গ্রামে পৃথক হোম কোয়ারেন্টাইন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে চেয়ারম্যান করে শহরে কমিটি গঠন করা হবে। টাউন অ্যান্ড কাউন্ট্রি প্ল্যানিংয়ের ডেপুটি ডিরেক্টর থাকবেন সদস্য সচিব। এ ছাড়া, আরও ছয় জন সদস্য নিযুক্ত করা হবে। তাঁরা হবেন অ্যাপার্টমেন্ট সোসাইটির সভাপতি বা সচিব এবং দুইজন সদস্য, একজন পুলিশ অফিসার, এমপিডব্লুডি থেকে একজন, প্রাক্তন ওয়ার্ড কমিশনার একজন। জেলাশাসক জেলার সব সার্কেল অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে জেলার শহরগুলির অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পর্যায়ে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে জেলার গ্রামাঞ্চলে গ্রাম পঞ্চায়েতের সভাপতির নেতৃত্বে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সদস্য থাকবেন ৯ জন। সদস্য সচিব হবেন পঞ্চায়েত সেক্রেটারি। দুই জন অবসরপ্রাপ্ত শিক্ষক, দুই জন নেতৃস্থানীয় ব্যক্তি, একজন পুলিশ অফিসার, একজন এএনএম বা অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মী এবং একজন থাকবেন এন জি ও থেকে। আর থাকবেন গ্ৰাম পঞ্চায়েত সদস্য। জেলাশাসক আনবামুথান এমপি জেলার সব বিডিওদের কাছে পাঠানো এক চিঠিতে গ্রাম পর্যায়ের কমিটিগুলি গঠন করার নির্দেশ দিয়েছেন।