NE UpdatesBarak UpdatesHappenings
করিমগঞ্জে বাজেয়াপ্ত কোটি টাকার ট্যাবলেট
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বরঃ মাদকবিরোধী অভিযানে নেমে বিএসএফ করিমগঞ্জে দুইজনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর ৭ ব্যাটেলিয়নের জওয়ানরা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিশেষ অভিযানে নামে। করিমগঞ্জ শহর ও বাইপাসের মধ্যবর্তী অংশে একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়িকে আটকে তল্লাশি চালান তাঁরা। উদ্ধার হয় ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট। বিএসএফের অনুমান, এগুলির বাজারমূল্য অন্তত ৯০ লক্ষ টাকা। ধৃতরা হল ইসমাইল হোসেন (৩৮) এবং হোসেন আলি মির্ধা(৩৬)। দুজনই বরপেটা জেলার বাসিন্দা। পরে বাজেয়াপ্ত সামগ্রী সহ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
একই দিনে বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ার আইজলে হেরোইন আটকে আরেক সাফল্য পায়। গোপন সূ্ত্রের খবরের ভিত্তিতে তারা মিজোরাম সরকারের আবগারি কর্তাদের সঙ্গে নিয়ে আইজলের বংকন এলাকায় অভিযান চালান। দুইজনকে আটকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২৯টি সাবানের কৌটো ভর্তি হেরোইন বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় মোট ৩৫৯ গ্রাম হেরোইন। এর বাজারমূল্য ১৩ লক্ষ ৫ হাজার টাকা বলে বিএসএফের অনুমান। ধৃতদের মধ্যে এফ লালরিমমুইয়ার বাড়ি আইজলের ডুর্টলাং নর্থে। জেরি লালরামুয়ানা পশ্চিম বংকন জেলার বাসিন্দা। তাদের জেরা করে মায়ানমারবাসী এক দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয়েছে। ২০ বছরের ওই যুবকের নাম লালরে লিয়ানা। সবাইকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে দেওয়া হয়েছে।